shono
Advertisement
Shikhar Dhawan

'হিন্দুত্বই সর্বোপরি', 'সনাতন একতা পদযাত্রা'য় যোগ দিয়ে 'হিন্দু ঐক্যে'র বার্তা ধাওয়ানের

ওই অনুষ্ঠানে ধাওয়ানের পাশাপাশি প্রাক্তন 'গ্রেট খালি'ও ছিলেন।
Published By: Subhajit MandalPosted: 08:06 PM Nov 08, 2025Updated: 08:07 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছেন না শিখর ধাওয়ানের। কয়েক বছর আগে বিচ্ছেদ হয়েছে। এখনও নিয়মিত সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পান না। এর মধ্যে আবার একটি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। তারকা অলরাউন্ডারের প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরই মধ্যে ধর্মকর্মে মন দিলেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

হরিয়ানার ফরিদাবাদে ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ডাকা সনাতন হিন্দু একতা পদযাত্রায় যোগ দিলেন তিনি। ধর্মীয় রীতিনীতিও পালন করতে দেখা গেল তাঁকে। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। কপালে গেরুয়া তিলক, গায়ে গেরুয়া উত্তরীয়। এক ঝলকে ধাওয়ানকে দেখলে কোনও ধর্মগুরু বলে ভ্রম হতে পারে। কেন এই সনাতন হিন্দু একতা পদযাত্রায় যোগ দেওয়া? প্রাক্তন ক্রিকেটার বলছেন, "আমি এখানে আসতে পেরে ধন্য। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হিন্দুদের জাতপাতের ঊর্ধ্বে উঠে একত্রিত করার চেষ্টা করছেন। একতায় প্রচুর শক্তি। হিন্দুদের উচিত একত্রিত হওয়া এবং মহান দেশ গড়া।" ওই অনুষ্ঠানে ধাওয়ানের পাশাপাশি প্রাক্তন পেশাদার রেসলার গ্রেট খালিও ছিলেন।

ধাওয়ানের এই ধর্মপালনে আবার অনেকে রাজনীতিও খুঁজে পাচ্ছেন। কারও কারও কটাক্ষ, প্রাক্তন ক্রিকেটার বিজেপি নেতাদের মতো কথা বলছেন। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, সদ্যই ইডির তলব পেয়েছেন তিনি। সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। একদিনের ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি এবং ৩৯টি অর্ধশত রানের মালিক তিনি। টেস্টে ৪০.৬১ গড়ে গব্বরের সংগ্রহ ২৩১৫ রান। টি-২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। গত বছরই অবসর ঘোষণা করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছেন না শিখর ধাওয়ানের। কয়েক বছর আগে বিচ্ছেদ হয়েছে।
  • এখনও নিয়মিত সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পান না।
  • এর মধ্যে আবার একটি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর।
Advertisement