shono
Advertisement

Breaking News

RO-KO

'ওদের উপস্থিতি বদলে দেয় ড্রেসিংরুম', রো-কো জুটির 'আলাদা আচরণ' প্রাপ্য, দাবি বাঙ্গারের

আর কী বলেছেন প্রাক্তন কোচ?
Published By: Prasenjit DuttaPosted: 08:34 PM Dec 07, 2025Updated: 09:31 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট সিরিজে গম্ভীর বাহিনী চুনকাম হওয়ার পর কোণঠাসা অবস্থা তৈরি হয়েছিল ভারতীয় দলে। সেখান থেকে রো-কো’কে ঘিরে স্বপ্ন দেখা শুরু। দুই মহারথীর ‘ম্যাজিকে’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গারের দাবি, রো-কো'র উপস্থিতি বদলে দেয় ড্রেসিংরুম। তাই রো-কো জুটির 'আলাদা আচরণ' প্রাপ্য।

Advertisement

রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সৌজন্যে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান ৩০২। অন্যদিকে, রোহিতের নামের পাশে তিনটি ওয়ানডেতে ১৪৬ রান। নতুন বছরের ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অর্থাৎ হাতে এখনও মাস খানেক সময়। এই সময়টাকে কাজ লাগাতে ঘরোয়া ক্রিকেটে খেলার পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা।

সম্প্রচারকারী চ্যানেলকে বাঙ্গার বলেন, "আমি মনে করি না দলে বিরাট-রোহিতের জায়গা নিয়ে কোনও প্রশ্ন তোলা উচিত ছিল। এত বছর ধরে ওরা কী করেছে, সেটা অন্তত দেখা উচিত ছিল। দু'টি ফরম্যাট থেকে অবসর নিয়েছে ওরা। এখন কেবল ওয়ানডে খেলবে। তবে এটা প্রমাণ করে দিয়েছে যে, আগের ছন্দে ফিরতে ওদের কাছে মাত্র কয়েক সেশনই যথেষ্ট। এটা ওরা প্রায়শই করেছে। একজন তরুণ খেলোয়াড়ের মতো এত খেলার প্রয়োজন নেই ওদের।"

বাঙ্গার জানান, দুই ক্রিকেটারকেই ছাড় দেওয়া উচিত। কারণ ড্রেসিংরুমে তাঁদের উপস্থিতি দলের পরিবেশ বদলে দিতে পারে। তাঁর কথায়, "এই পর্যায়ের খেলোয়াড়রা দলে থাকলে এমনিতেও ওরা রান পাওয়ার জন্য ক্ষুধার্ত থাকে। ম্যাচে দেখা যায় ওরা পার্থক্য গড়ে দিচ্ছে। তাই ওদের সঙ্গে কিছুটা তো আলাদা আচরণ করতে হবে। ওদের ছাড় দিতে হবে। কারণ ওদের উপস্থিতি দলের পরিবেশটাকেই বদলে দিতে পারে।" উল্লেখ্য, চলতি বছর ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। ১৪ ইনিংসে ৬৫০ রান করে কোহলির ঠিক পরেই হিটম্যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই মহারথীর ‘ম্যাজিকে’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
  • প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পর অনেকের প্রশ্ন, রো-কো'র সঙ্গে আলাদা আচরণ করা উচিত?
  • প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গার।
Advertisement