শুভায়ন চক্রবর্তী, কটক: বরাবাটি স্টেডিয়ামের একটা বৈশিষ্ট্য রয়েছে। প্র্যাকটিসের দিনও প্রচুর লোকজন আসেন মাঠে। ভারতীয় টিমের প্র্যাকটিস দেখতে। টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হচ্ছে এখান থেকেই। বিরাট কোহলি, রোহিত শর্মা না থাকলে কী হবে, ম্যাচ ঘিরে কটকে ভালোরকম উন্মাদনা রয়েছে। উন্মাদনার আরও একটা কারণ হল শুভমান গিল।
টেস্ট সিরিজের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। ইডেনে প্রথম ইনিংসে ব্যাট করার সময় চোট লাগে। দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি। পুরো ওয়ানডে সিরিজ মাঠের বাইরে থাকতে হয়েছে। গুয়াহাটিতে তিনি টিমের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু টেস্টের আগেই বোঝা যায় গিলের পক্ষে খেলা সম্ভব নয়। গত পনেরো দিন যাবৎ গিলকে প্রচুর যাতায়াত করতে হয়েছে। তাঁকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছিল টিমের সঙ্গে। কিন্তু যখন বোঝা যায়, গিলের পক্ষে খেলা সম্ভব নয়, তখনই মুম্বইয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হয় তাঁকে। সেখান থেকে চণ্ডীগড়। তারপর আবার বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলে শুভমানের। পুরো সুস্থ হয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন। স্বাভাবিকভাবে প্র্যাকটিসে সবচেয়ে বেশি নজর শুভমানের উপরই ছিল। ভারতীয় সহ-অধিনায়ককে দেখেও মনে হল ছন্দেই রয়েছেন তিনি। দিন পনেরো মাঠের বাইরে থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না। বিভিন্ন নেটে ঘুরে ঘুরে ব্যাটিং করলেন। প্রথম নেটে জশপ্রীত বুমরাহ আর কিছু স্থানীয় নেট বোলার বোলিং করছিলেন। এদিন রেঞ্জ হিটিংয়ের উপরও জোর দিতে দেখা যায় গিলকে।
টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে'তে জয় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে ভারতীয় ড্রেসিংরুমে। গৌতম গম্ভীরের টিমের এখন একমাত্র লক্ষ্য হল, টি-টোয়েন্টি সিরিজ জয়। মাস দু'য়েক পরই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজগুলোতে বিশ্বকাপের মহড়া সেরে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। তবে কটকে কোনওরকম পরীক্ষা-নিরিক্ষা হবে না বলেই মনে হয়। অভিষেক শর্মার সঙ্গে শুভমান ওপেন করবেন। অভিষেকও দুরন্ত ফর্মে রয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বাংলার বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে এসেছেন। অভিষেকের থেকে একইরকম ইনিংস দেখার অপেক্ষায় কটক। এদিন বোলিং নিয়েও বাড়তি খাটাখাটনি করতে দেখা গেল অভিষেককে। বোঝাই যাচ্ছে, গম্ভীররা বোলিং বিকল্পও বাড়িয়ে রাখতে চাইছেন। যাতে প্রয়োজন হলে কয়েক ওভার বোলিং করানো যায় অভিষেককে দিয়ে।
এমনিতে প্রথম এগারো নিয়ে খুব বেশি ধোঁয়াশা নেই। দু'একটা স্লট নিয়ে আলোচনা চলছে। যেমন উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাকে খেলানো হবে নাকি সঞ্জু স্যামসনকে? অনেকের মতে, লোয়ার অর্ডারে সঞ্জুর থেকে অনেক বেশি কার্যকর হবেন জিতেশ। তেমন অলরাউন্ডারের জায়গা নিয়ে লড়াই চলছে ওয়াশিংটন সুন্দর আর শিবম দুবের মধ্যে। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবের খেলা নিশ্চিত। শিশির ফ্যাক্টরের কথা ভেবে ওয়াশিংটনের জায়গায় হয়তো শিবমকে খেলানো হতে পারে।
আজ টিভিতে
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
প্রথম টি-টোয়েন্টি, কটক
সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস
