রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ঘাড়ের চোটের জন্য ভারতের হয়ে পুরো ব্যাট করতে পারেননি। ম্যাচ থেকে আচমকা উঠে যেতে হয়। দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল ভারত অধিনায়ক শুভমান গিলকে। একেবারে মাঠের পাশে অ্যাম্বুল্যান্স ঢুকিয়ে দেওয়া হয়। শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গিলের ঘাড়ের চোটের পরীক্ষানিরীক্ষা করা হবে।
দ্বিতীয় দিনের শুরুটা ধৈর্য ধরেই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল। ভারত বড় ধাক্কাটি খেল সুন্দর প্যাভিলিয়নে ফেরার পর। ভালো ফর্মে থাকা অধিনায়ক শুভমান গিল নেমে মোটে ৩ বল খেলেই চোট নিয়ে মাঠ ছাড়লেন। গিলকে ঝকঝকে দেখাচ্ছিল। ৩ বলের মধ্যে একটি ভালো বাউন্ডারিও মারেন। কিন্তু তারপরই ঘাড়ের কাছে ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক। শেষমেশ ওই ব্যথা নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। খবর নিয়ে জানা গেল সকাল থেকেই ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন গিল। ফিজিওরা সেটা ঠিক করার চেষ্টাও করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি।
গিলের জন্য ইডেনে ঢুকল অ্য়াম্বুল্যান্স। নিজস্ব চিত্র।
বিসিসিআইয়ের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, 'শুভমান গিলের ঘাড়ে ব্যথা রয়েছে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে। চোটের পরিস্থিতি অনুসারে আজ তাঁর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' কিন্তু দ্বিতীয় দিনে আর ব্যাটই করতে নামেননি গিল। যে কারণে ভারত একজন কম নিয়ে ব্যাট করে ১৮৯ রান করে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৬৩ রানে এগিয়ে আছে। পিচে অসমান বাউন্স ও টার্ন রয়েছে। ফলে তৃতীয় দিনে ব্যাট করতে নামলে গিলকে প্রয়োজন হবে। কিন্তু তাঁকে হয়তো পাওয়া যাবে না। হাসপাতাল থেকে তিনি কবে ছাড়া পাবেন, তার উপরই নির্ভর করছে তিনি কবে মাঠে ফিরবেন।
