সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে ভেঙেছেন। বাইশ গজে নেমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। সবমিলিয়ে কঠিন সময়ের সঙ্গে লড়াই করছেন স্মৃতি মন্ধানা। এহেন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে তাঁর একটি মন্তব্য। বিশ্বজয়ী ব্যাটার বলছেন, সেঞ্চুরি করলেও ইনিংস সবসময়ে শূন্য থেকেই শুরু করতে হয়। কঠিন পরিস্থিতির মোকাবিলায় এইভাবেই নিজেকে প্রস্তুত করেন তারকা ব্যাটার।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি।
তবে বিয়ে ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই প্রিয় ক্রিকেটের কাছে ফিরেছেন তারকা ওপেনার। বিয়ে ভাঙার কথা ঘোষণার সময়েই স্মৃতি জানিয়েছিলেন, দেশের হয়ে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে তাঁর মধ্যে। বাকি রয়েছে আরও অনেক ট্রফি জেতা। আপাতত সেখানেই মন দিতে চান বিশ্বজয়ী ক্রিকেটার। যে ক্রিকেট তাঁর ধ্যানজ্ঞান, সেটাকে হাতিয়ার করেই যেন হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান। ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু। আপাতত সেদিকেই নজর স্মৃতির।
এহেন পরিস্থিতিতে নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে স্মৃতির একটি পুরনো সাক্ষাৎকার। প্রায় বছরতিনেক আগে তিনি বলেন, "প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করতে হয়। কারণ শূন্য থেকেই প্রত্যেকটা ইনিংস শুরু হয়। সেঞ্চুরির ইনিংসটাও শুরু হয় শূন্য থেকেই। আমার জীবনে এটাই সবচেয়ে বড় শিক্ষা। প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করা উচিত।" পুরনো সাক্ষাৎকার হলেও এই উক্তি স্মৃতির বর্তমানের সঙ্গে বেশ মানানসই। সেকারণেই আবারও তারকা ব্যাটারের কথা মনে পড়ছে নেটদুনিয়ার।
