সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতের সম্পর্কের জটিলতা ছেড়ে এবার পুরোপুরি বেরিয়ে আসতে চান স্মৃতি মন্ধানা। ইনস্টাগ্রামেও সেই ইঙ্গিত মিলল।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। গত রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে স্মৃতি জানান, পলাশের সঙ্গে বিয়ে ভাঙছেন তিনি। কেন এই সিদ্ধান্ত, সেই নিয়ে কিছু বলেননি বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
তারপর থেকেই শুরু হয় আনফলোর ঢল। প্রথমেই স্মৃতি এবং পলাশকে আনফলো করেন একে অপরকে। পলাশের বোন, বিখ্যাত গায়িকা পলক মুছলও স্মৃতিকে আনফলো করেন। নিজের সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেন স্মৃতির সমস্ত ছবি। বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেওয়া #palritiweddingও সরিয়ে দেন। এসবের মধ্যেই মঙ্গলবার স্মৃতি নিজের সোশাল মিডিয়া বায়ো আপডেট করেন। সেখানে এতদিন ইভিল আই’ ইমোজি ছিল। যেটা ব্যবহার করা হয়, যেন ‘নজর না লাগে’ এটা বোঝানোর জন্য। তাৎপর্যপূর্ণভাবে পলাশের ইন্সটা বায়োতেও ওই ইমোজি ছিল। সেটা এবার সরিয়ে দিলেন স্মৃতি। সম্ভবত পলাশ এবং তাঁর বায়ো একই রকম হয়ে যাওয়ায় ওই সিদ্ধান্ত। আসলে পলাশের সঙ্গে কাকতালীয় হলেও কোনওরকম সংযোগই চান না স্মৃতি।
এসবের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে স্মৃতিকে দলে রেখেছে বিসিসিআই। আগামী ২১ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু। সেই সিরিজেই জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন স্মৃতি।
