সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে প্রথম দু'টি ম্যাচে জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোঁচট খেয়েছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে 'উইমেন ইন ব্লু'রা। সে কথাই অজি ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে জানালেন স্নেহ রানা।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আগের ম্যাচে ভুলচুক আমরা পর্যালোচনা করেছি। কীভাবে আরও উন্নত করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য অপেক্ষা করছি। ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত নই। উত্থান-পতন খেলারই অংশ। আমাদের দলে বিশ্বের সেরা ব্যাটাররা রয়েছে। ওরা ঘুরে দাঁড়াবেই। সময়ের অপেক্ষা।"
অস্ট্রেলিয়া যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, সে কথা স্বীকার করে নিয়ে রানা বলেন, "ওরা সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমরাও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব। অতীতে ওদের হারিয়েছি।" অস্ট্রেলিয়া দলে সোফি মোলিনিউয়ের মতো বাঁ-হাতি স্পিনার রয়েছেন। এদিকে, পরিসংখ্যান হল ২০২৩ সালের পর বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট খুইয়েছে ভারতীয় দল। যদিও এটা নিয়ে খুব একটা চিন্তিত মনে হয়নি তাঁকে।
তাছাড়াও রানা জানান, স্ট্রাইক রোটেশনের উপর পরিশ্রম করেছে ভারতীয় দল। তাঁর সংযোজন, "সবাই জানে কোথায় পিছিয়ে পড়ছি আমরা। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনুশীলন করেছে। যা যা সমস্যা হয়েছে, তা সমাধানের চেষ্টা করেছে। স্ট্রাইক রেট নিয়ে কথা বলব। বেশ কিছুদিন ধরেই এই সমস্যাটা হচ্ছে। সেই কারণে আলাদা করে এটা নিয়ে পরিশ্রম করেছি।"
