শিলাজিৎ সরকার: ৪৮ ঘণ্টা পর রনজি ট্রফি অভিযানে নামবে বাংলা। ইডেনে তার প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কখনও ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ, তাঁর ডেপুটি অভিষেক পোড়েল এবং দলের অন্য সিনিয়র সদস্যদের সঙ্গে আলাদাভাবে কথা বললেন। আবার কখনও ড্রেসিংরুমে ঢুকে বার্তা দিলেন গোটা দলকে।
বুধবার রনজির প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ উত্তরাখণ্ড। বলার মতো তেমন কোনও নাম নেই উত্তরের এই রাজ্যে। সেখানে মহম্মদ শামি ও আকাশ দীপের মতো জাতীয় দলের সদস্যদের পাচ্ছে বাংলা। শামি-আকাশের পাশাপাশি সুরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোড়েলকে নিয়ে গড়া পেস অ্যাটাক প্রথম ম্যাচে বড় ভরসা হতে চলেছে বাংলার। আর দলের পেস-ব্যাটারির প্রশংসা শোনা গেল সৌরভের মুখেও। ইডেনে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলছিলেন, 'শামি আর আকাশ আছে। সুরজও ভালো বল করছে। ফিট হলে মুকেশও চলে আসবে। নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা পেস বিভাগ।"
দল সূত্রে খবর, মুকেশের ফিট হতে এখনও কিছুটা সময় লাগবে। প্রথমদিকে অন্তত তিনটে ম্যাচ তাঁকে পাওয়া যাবে না। তবে শামির মতো বোলারের উপস্থিতি আশ্বস্ত করছে সৌরভকে। "শামির থাকাটা ইতিবাচক দিক। ও দেশের অন্যতম সেরা পেসার। আশা করছি, ভালেই বল করবে।" এদিন শহরে চলে এসেছেন শামি। মঙ্গলবার ইডেনে দলের সঙ্গে অনুশীলনে নামবেন তিনি। বাংলার অনুশীলন শেষ হওয়ার পর ইডেনের নেটে অনুশীলন করে উত্তরাখণ্ড। সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ডের সবচেয়ে আলোচিত মুখ স্বপ্নিল সিং এবং আকাশ মাধোয়াল। আইপিএলে নিয়মিত খেললেও লাল বলের ক্রিকেটে রাজ্য দলে নেই তাঁরা। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার 'অ্যাডভান্টেজ' পাচ্ছে বাংলা।
দলের পেস অ্যাটাকের কথা মাথায় রেখে ইডেনে সবুজ পিচেই অভিযান শুরু করার পথে কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। সেক্ষেত্রে শামি-আকাশ-সুরজ-ঈশানের পেস চতুষ্টয়ের দলে থাকা কার্যত নিশ্চিত। অধিনায়ক অভিমন্যুর সঙ্গে ওপেন করতে পারেন সুদীপ চট্টোপাধ্যায়। তিন থেকে পাঁচে সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার ও অভিষেক পোড়েল। স্পিনার অলরাউন্ডার হিসাবে বিশাল ভাটির জায়গাও অনেকটা নিশ্চিত। ইংল্যান্ড সফরে আকাশ দীপ দেখিয়ে দিয়েছেন, ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি। সেই ভরসা থেকেই চার পেসার খেলানোর পথে যেতে চায় বাংলা। তবে প্রথম ম্যাচ নিয়ে সতর্ক সৌরভ। সিএবি সভাপতির কথায়, "ক্রিকেটে প্রতিপক্ষ যে-ই হোক না কেন, জেতার জন্য ভালো খেলতেই হবে।" এদিন সেই বার্তই দলকে দিয়েছেন তিনি। এর আগে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন চলার সময়ও হাজির হয়েছিলেন সৌরভ। সেখানে নেটে অভিমন্যুদের টিপস দিতেও দেখা গিয়েছে তাঁকে। আসলে রনজিতে গত মরশুমটা একেবারেই ভালো যায়নি বাংলার। তাই এবার প্রস্ততিতে যাতে কোনও ফাঁক না থাকে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বাড়তি নজর রাখছেন সিএবি সভাপতিও।
