সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য চর্চিত বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তার ঝোড়ো ব্যাটিং দেখতে দূরদূরান্ত থেকে জড়ো হন ভক্তরা। ১৪ বছর বয়সি যেভাবে ব্যাট করে, তা অবাক করেছে প্রতিপক্ষ ক্রিকেটারদের। রাইজিং এশিয়া কাপে ভারত এ দলের পরের ম্যাচ ওমানের বিরুদ্ধে। তার আগে ওমানের ক্রিকেটারদের মুখে একটাই নাম- বৈভব সূর্যবংশী।
গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরশাহীকে হারালেও পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে জিতেশ শর্মাদের দল। দুটো ম্যাচেই রান পেয়েছে বৈভব। দুই ম্যাচে মেরেছে ১৮টি ছক্কা। আমিরশাহীর বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রান করে। এবার সেমিফাইনালে উঠতে হলে ওমানের বিরুদ্ধে জিততেই হবে। এই পরিস্থিতিতে নজর একজনের দিকেই। সে হল বৈভব। ভারতীয় দল তো বটেই, ওমানের ক্রিকেটারদের চর্চাতেও তার নাম। আর সবার মুখে একটাই প্রশ্ন, ১৪ বছর বয়সেই এত দাপট?
যেমন ওমানের উঠতি প্রতিভা আর্য বিস্ত বলেন, "আমরা বৈভবকে টিভিতে দেখেছি। এবার ওর বিরুদ্ধে খেলতে নামব। ১৪ বছর বয়সেই যদি এরকম ভাবে বল মারতে মারে, তাহলে সে ব্যতিক্রমী প্রতিভা। আমি তো ওই বয়সে ওরকম কিছু পারতাম না। কীভাবে যে ১৪ বছর বয়সে বৈভব ওরকম ছয় মারে। আমি ওর বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।"
ওমানের লেগ স্পিনার সময় শ্রীবাস্তবের জন্ম মধ্যপ্রদেশে। তিনি বলেন, "আমি শুধু জানতে চাই, ও কোন মানসিকতা নিয়ে খেলতে নামে। ওর বয়স মাত্র ১৪। এই বয়সেই ভারতের হয়ে ও অসাধারণ খেলতে শুরু করেছে। যেভাবে ও বড় বড় ছয় মারে, তা দেখে অবাক হতে হয়। ওর সঙ্গে কথা বলতে চাই।" মঙ্গলবার রাত আটটায় কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভে।
