shono
Advertisement
Gautam Gambhir

'বাভুমার থেকে শেখা উচিত', গম্ভীরের পাশে দাঁড়িয়ে ভারতীয় ব্যাটারদের তুলোধোনা গাভাসকরের

'পিচ খারাপ ছিল না', গম্ভীরকে সমর্থন সানির।
Published By: Arpan DasPosted: 07:58 PM Nov 17, 2025Updated: 08:06 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে হারের পর প্রশ্নের মুখে ভারতের কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত। ইডেনের পিচ নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। পাশাপাশি দল নির্বাচনেও অনেকে খুশি নন। প্রাক্তন ক্রিকেটাররা গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট। কিন্তু ভিন্ন পথের পথিক সুনীল গাভাসকর। গম্ভীরের সুরে সুর মিলিয়ে সানির বক্তব্য, পিচ ভালো ছিল। ব্যাটারদের টেকনিক ও ধৈর্য্যে সমস্যা হয়েছে। তাঁর পালটা প্রশ্ন, ভারতের কেন একজন টেম্বা বাভুমা ছিল না?

Advertisement

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “আমরা যেমন পিচ চেয়েছিলাম, তেমনই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সাহায্য করেছেন। আমার মনে হয় না যে, উইকেট কঠিন ছিল। এই পিচেই যারা ধৈর্য দেখিয়েছে, তারা রান পেয়েছে। এই ধরনের পিচে ডিফেন্স পোক্ত রাখা জরুরি। তবে উইকেট যেমনই থাকুক না কেন, ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এই ধরনের উইকেটে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়।”

ঠিক সেই সুরের গাভাসকর বলেন, "গৌতম গম্ভীরের সঙ্গে সম্পূর্ণ একমত। এই পিচে ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এতে কোনও সন্দেহ নেই। অনেকেই পিচের অবস্থা নিয়ে কথা বলছেন। কিন্তু সাইমন হার্মারের কতগুলো বল টার্ন করছিল? এটা খারাপ পিচ ছিল না। এটা এমন একটা পিচ ছিল, যেখানে আপনাকে পাঁচ দিনের টেস্ট খেলছেন এই মানসিকতা নিয়ে খেলতে হবে। ৫০ ওভারের ম্যাচ বা টি-টোয়েন্টি নয়। সেখানে যদি তিনটি ডট বলের পরে আপনি চালিয়ে খেলার চেষ্টা করেন, তাহলে বিপদ। এটাই সমস্যা।"

গাভাসকরের পালটা প্রশ্ন, ভারতের হয়ে কেউ একজন বাভুমার মতো খেলতে পারলেন না? প্রোটিয়া অধিনায়ক যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে ৫৫ রান তুললেন, তা রীতিমতো শিক্ষণীয়। বিশেষ করে ‘স্পিন দুর্বল’ ভারতের তরুণ প্রজন্মের তো অবশ্যই দেখা উচিত। গাভাসকর বলেন, "ভারতীয় ব্যাটারদের কাছে টেম্বা বাভুমার উদাহরণ ছিল। আগের দিন কী হয়েছিল তা হয়তো অনেকে ভুলে গিয়েছেন। কিন্তু বাভুমা মাত্র কয়েক ঘণ্টা আগে অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন। ধৈর্য্য, কৌশল এবং নিষ্ঠার সঙ্গে ব্যাট করেছিলেন। অন্তত এটা মনে রেখে ভারতীয় ব্যাটারদের নামা উচিত ছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে হারের পর প্রশ্নের মুখে ভারতের কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত।
  • ইডেনের পিচ নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। পাশাপাশি দল নির্বাচনেও অনেকে খুশি নন।
  • প্রাক্তন ক্রিকেটাররা গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট। কিন্তু ভিন্ন পথের পথিক সুনীল গাভাসকর।
Advertisement