shono
Advertisement

Breaking News

Virat Kohli

শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন কোহলি? প্রশ্ন শুনেই গাভাসকর বললেন...

সব মিলিয়ে ৮৪টি সেঞ্চুরি হয়ে গিয়েছে বিরাট কোহলির।
Published By: Arpan DasPosted: 04:45 PM Dec 07, 2025Updated: 06:12 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন স্বপ্নের ফর্ম! গত চারটি ম্যাচে দু'টি সেঞ্চুরি, দু'টি হাফসেঞ্চুরি। সব মিলিয়ে ৮৪টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli)। শুধু ওয়ানডে সেঞ্চুরির নিরিখে শচীন তেণ্ডুলকরকে ইতিমধ্যে ছাপিয়ে গিয়েছেন তিনি। তবে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ১০০ সেঞ্চুরি আছে শচীনের। ক্রিকেটের 'ঈশ্বরের' সেই রেকর্ড ছুঁতে পারবেন 'কিং'? সেই নিয়ে মতামত জানালেন স্বয়ং সুনীল গাভাসকর।

Advertisement

এক যুগ থেকে আরেক যুগ। ভারতীয় ক্রিকেটের ব্যাটন সুরক্ষিত ভাবে হস্তান্তরিত হয়েছে। সুনীল গাভাসকর থেকে শচীন তেণ্ডুলকর হয়ে বিরাট কোহলি। অসংখ্য নজির তৈরি হয়েছে, অসংখ্য ট্রফি এসেছে ভারতের ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি আছে শচীনের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতে সেঞ্চুরি করে কোহলি এখন দাঁড়িয়ে আছে ৮৪টি সেঞ্চুরি নিয়ে।

গাভাসকর কিন্তু বলছেন, "কেন রেকর্ড ভাঙতে পারবে না? কোহলি যদি আরও তিন বছর খেলে, তাহলে ১৬টা সেঞ্চুরি করা অসম্ভব নয়। ও তিন ম্যাচে দু'টি সেঞ্চুরি করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও দু'টি সেঞ্চুরি করতে পারলে ৮৭টায় পৌঁছবে। তাহলে ১০০টা সেঞ্চুরির কাছাকাছি পৌঁছনোর সুযোগ আরও বাড়বে।" যদিও দু'টি সেঞ্চুরি করলে ৮৬টা সেঞ্চুরিতে পৌঁছবেন।

গাভাসকর আরও বলছেন, "ম্যাচ পকেটে জেনেও কোহলি দারুণ ব্যাট করেছ। ওপেনাররা ভালো জায়গায় ভারতকে দাঁড় করিয়ে দিয়েছিল। তারপর কোহলিকে ব্যাট করতে দেখে বোঝা যচ্ছিল, ব্যাটিংটা উপভোগ করছে। আমরা কিন্তু কোহলিকে ওয়ানডেতে এরকম টি-টোয়েন্টি অবতারে দেখিনি।" বিশ্বকাপ পর্যন্ত ভারত ৩০টার বেশি ওয়ানডে ম্যাচ পাবে। ১৬টা সেঞ্চুরি কঠিন হলেও কোহলির জন্য কি 'অসম্ভব'? উল্লেখ্য, কোহলিকে কিন্তু ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা বলে দিয়েছেন গাভাসকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ যেন স্বপ্নের ফর্ম! গত চারটি ম্যাচে দু'টি সেঞ্চুরি, দু'টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে ৮৪টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির।
  • শুধু ওয়ানডের নিরিখে শচীন তেণ্ডুলকরকে ইতিমধ্যে ছাপিয়ে গিয়েছেন তিনি।
  • তবে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ১০০ সেঞ্চুরি আছে শচীনের।
Advertisement