shono
Advertisement

Breaking News

MS Dhoni and Suresh Raina

কেন স্বাধীনতা দিবসেই অবসর নিয়েছিলেন ধোনি ও রায়না? কারণ জানলে শ্রদ্ধা জাগবে

২০২০ সালের ১৫ আগস্ট দেশের জার্সি তুলে রাখার ঘোষণা করেছিলেন ধোনি। তার পরই অবসর নেন রায়না।
Published By: Arpan DasPosted: 08:10 PM Aug 15, 2024Updated: 08:10 PM Aug 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের ১৫ আগস্ট। কোভিডে জেরবার ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবস ছিল অন্যরকম। তবু উৎসবের আমেজে সকাল গড়িয়ে বিকেল হয়েছিল। আর তার পরই একটা ঝড়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটা বহু চেনা গান, 'ম্যায় পল দো পল কা শায়ার হুঁ...' কিন্তু এবার তার সঙ্গে জড়িয়ে রইল এক কিংবদন্তি ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বার্তা। তিনি মহেন্দ্র সিং ধোনি। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই অবসর ঘোষণা সুরেশ রায়নার। আজও দেশের ক্রিকেট ভক্তদের কাছে ১৫ আগস্ট মানে স্বাধীনতা দিবসের পাশাপাশি দুজনের জাতীয় দল থেকে অবসরের দিন।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির আবির্ভাব ২০০৪ সালে। তার পরের ঘটনা ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি সহ একাধিক সাফল্য তাঁর ঝুলিতে। অন্যদিকে ধোনির অভিষেকের পরের বছরই জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন সুরেশ রায়না। ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনিও। দীর্ঘদিন একসঙ্গে আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু আরেক জায়গাতেও তাঁদের মিল। দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ২০২০ সালের ১৫ আগস্ট।

[আরও পড়ুন: আবেদন খারিজেও রুপোর আশা বেঁচে ভিনেশের! কীভাবে পদক পেতে পারেন ভারতীয় কুস্তিগির?]

কিন্তু এই দিনটাকেই বেছে নিয়েছিলেন তাঁরা? সেটা কি নেহাত কাকতালীয়, নাকি পুরোটাই পূর্বপরিকল্পিত? সেই বিষয়ে সুরেশ রায়না বলছেন, "আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, ১৫ আগস্ট অবসর নেব। ধোনির জার্সি নাম্বার ৭ এবং আমার ৩। ভারত ৭৩তম স্বাধীনতা দিবস পার করেছিল। তাই এর চেয়ে ভালো দিন আর হয় না।"

[আরও পড়ুন: অলিম্পিকে পদকজয়ের পুরস্কার, চাকরিতে পদোন্নতি কুস্তিগির আমনের]

সেই সঙ্গে রায়নার সংযোজন, "ধোনির ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল। আমার হয়েছিল ২০০৫ সালে। আমরা দুজনেই দীর্ঘদিন একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। সিএসকে-তেও একসঙ্গে খেলেছি। আমরা ঠিক করেছিলাম অবসরের পরও আইপিএল খেলে যাব।" যদিও আইপিএলের জগৎ থেকেও সরে গিয়েছেন 'চিন্না থালা' রায়না। কিন্তু গত মরশুমেও ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন 'থালা' ধোনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ সালের ১৫ আগস্ট। কোভিডের জেরে জেরবার ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবস ছিল অন্যরকম।
  • তবু উৎসবের আমেজে সকাল গড়িয়ে বিকেল হল। আর তার পরই একটা ঝড়।
  • আজও দেশের ক্রিকেট ভক্তদের কাছে ১৫ আগস্ট মানে স্বাধীনতা দিবসের পাশাপাশি দুজনের জাতীয় দল থেকে অবসরের দিন।
Advertisement