সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ জয়ের পরও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সেই ট্রফি কার্যত চুরি করে পালিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি। সেই নিয়ে ভারত-পাকিস্তান দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিস্তর টানাপোড়েন চলছে। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর ফের নকভিকে কটাক্ষ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
শনিবার ব্রিসবেনের গাব্বায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। যার ফলে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। এই নিয়ে শেষ তিনটে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পর সূর্য বলছিলেন, "অবশেষে যে একটা ট্রফি ছুঁয়ে দেখতে পারছি, ব্যাপারটা দারুণ লাগছে। যখন ট্রফিটাকে হাতে নিলাম, দারুণ অনুভূতি হল।" সূর্যর ওই মন্তব্য যে পুরোপুরি নকভিকে কটাক্ষ করেই সেটা কারও বুঝতে বাকি রইল না।
একই সঙ্গে সদ্য মহিলাদের বিশ্বজয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। তিনি বললেন, "ক'দিন আগেই আর একটা ট্রফি আমাদের দেশে গিয়েছে। আমাদের মেয়েদের দল বিশ্বকাপ জিতেছে। সেই ট্রফিটাও দেশে পৌঁছে গিয়েছে। দারুণ অনুভূতি। এভাবে ট্রফিজয় এবং সেগুলি ছুঁতে পারাটা সত্যিই ভালো লাগছে।"
সামনে বছর টি-২০ বিশ্বকাপ। ভারতীয় দল প্রস্তুত হচ্ছে ঘরের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্যে। দল কতটা প্রস্তুত? সূর্য বলছিলেন, "সবটা তৈরি বলব না। সবদিক থেকে প্রস্তুত বলে কিছু হয় না।দল প্রথম ম্যাচ হেরেও ঘুরে দাঁড়িয়েছে। বোলিং বিভাগ জানত কাকে কী করতে হবে। বিশ্বকাপের আগে ২-৩টে সিরিজ আছে। স্কোয়াড বেছে নেওয়ার জন্য ম্যাচগুলি কাজে লাগবে।”
