shono
Advertisement

Breaking News

Team India

'ভরাডুবি'র ইডেনেই ফের অনুশীলন, গিলের পরিবর্ত খুঁজতে কড়া নজরদারি 'গুরু' গম্ভীরের

গুয়াহাটিতে আদৌ খেলতে পারবেন গিল?
Published By: Anwesha AdhikaryPosted: 11:34 AM Nov 18, 2025Updated: 11:55 AM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরাডুবির পর ফের ইডেনেই প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছিল ভারতীয় দলের জন্য। সেখানে ব্যাটারদের দিকেই বিশেষ নজর দিতে দেখা গেল হেডকোচ গৌতম গম্ভীরকে। ঘাড়ের সমস্যায় কাবু অধিনায়ক শুভমান গিল সম্ভবত গুয়াহাটিতে খেলবেন না। তাঁর পরিবর্ত হিসাবে কাকে খেলানো যায়, ইডেনের অনুশীলনেই তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

ইডেন টেস্টের পর থেকেই পিচ নিয়ে চর্চা তুঙ্গে। তবে মঙ্গলবার অনুশীলন করতে মাঠে ঢুকেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরেন গম্ভীর। এদিন অনুশীলনে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাড়িক্কাল, রবীন্দ্র জাদেজা এবং সাই সুদর্শন। ইডেন টেস্টের প্রথম একাদশে সুযোগ না পাওয়া সুদর্শন এবং পাড়িক্কল দীর্ঘক্ষণ নেট বোলারদের সঙ্গে অনুশীলন করেন। তাঁদের ব্যাটিংয়ের দিকে কড়া নজর ছিল গুরু গম্ভীরের।

ইডেন টেস্টের মাঝপথে মাঠ ছেড়েছিলেন গিল। আরও তিন-চারদিন চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর রিহ্যাব শুরু হবে তাঁর। ফলে গুয়াহাটিতে তিনি আদৌ খেলতে পারবেন কিনা, প্রশ্ন থাকছেই। গিল খেলতে না পারলে দেবদত্তকে খেলানো হতে পারে। তাই মঙ্গলবারের ইডেনে কর্নাটকি ব্যাটারকে নিয়ে পড়ে থাকলেন গম্ভীর। এছাড়া গিল না খেললে নেতৃত্ব সামলাতে হবে সহঅধিনায়ক ঋষভ পন্থকে।

যেহেতু ভারতীয় ব্যাটারদের টেকনিক এবং মানসিকতা নিয়ে ইডেন টেস্টে প্রশ্ন উঠেছে, তাই মঙ্গলবারের অনুশীলনে ব্যাটারদের দিকেই বেশি মন দিলেন হেডকোচ। জাতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল নীতীশ রেড্ডিকে। ইডেনে হারের পর তাঁকে আবারও ডেকে নেওয়া হয়েছে ভারতীয় দলে।

হারের পরদিন কালীঘাট মন্দিরে গিয়েছিলেন ভারতীয় দলের তারকারা। বুধবার সকালে কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাবে ভারতীয় দল। আগামী ২২ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। সেই ম্যাচে জিতে ভারত সিরিজ বাঁচাতে পারবে? নাকি আবারও 'স্পিন বিপ্লবে'র পর নতুন রূপের দক্ষিণ আফ্রিকা বাজিমাত করবে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেন টেস্টের পর থেকেই পিচ নিয়ে চর্চা তুঙ্গে। তবে মঙ্গলবার অনুশীলন করতে মাঠে ঢুকেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরেন গম্ভীর।
  • ইডেন টেস্টের মাঝপথে মাঠ ছেড়েছিলেন গিল। আরও তিন-চারদিন চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
  • যেহেতু ভারতীয় ব্যাটারদের টেকনিক এবং মানসিকতা নিয়ে ইডেন টেস্টে প্রশ্ন উঠেছে, তাই মঙ্গলবারের অনুশীলনে ব্যাটারদের দিকেই বেশি মন দিলেন হেডকোচ।
Advertisement