shono
Advertisement

Breaking News

India vs South Africa Test

ইডেনে 'দুরন্ত দৌড়' ভারতের, বুমরাহদের পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ সৌরভের

চা পানের বিরতিতে যাওয়ার আগে অনেকটাই ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।
Published By: Prasenjit DuttaPosted: 02:17 PM Nov 14, 2025Updated: 04:40 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে গেলে প্রায় ছ’বছর পর টেস্ট ক্রিকেট ফিরল ইডেনে। ফিরল চির-আলোচিত গোলাপি টেস্টের পর (যা ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম পিঙ্ক বল টেস্ট ছিল), ফিরল শীতের নভেম্বরে। সেই টেস্টে 'দুরন্ত দৌড়' টিম ইন্ডিয়ার। ভারতীয় বোলিং ইউনিটের সামনে রীতিমতো পা কাঁপছে প্রোটিয়া দলের। চা পানের বিরতিতে যাওয়ার আগে ৮ উইকেট খুইয়ে অনেকটাই ব্যাকফুটে ছিল দক্ষিণ আফ্রিকা। বিরতির পর মাত্র ৫ রান যোগ করে ১৫৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। আর তা ভিড়ে ঠাসা ক্রিকেটের নন্দনকাননে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনাও। 

Advertisement

অথচ প্রথম দশ ওভার দেখে বোঝা যায়নি ভারতীয় বোলারদের দাপটের সামনে কার্যত সর্ষেফুল দেখবে প্রোটিয়া ব্যাটাররা। প্রথম ১০ ওভারে ৫৭ রান তুলে ফেলেন দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকলটন। কিন্তু ১১তম ওভারে মারকুটে মেজাজে থাকা রিকলটনকে ফেরান বুমরাহ। ১৩তম ওভারে এসে আবারও বুমরাহ ম্যাজিক। এবার মার্করামকে তুলে নেন তারকা পেসার। দক্ষিণ আফ্রিকা দুই ওপেনারের সংগ্রহ যথাক্রমে ৩১ এবং ২৩। সেই শুরু। এরপর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা টেম্বা বাভুমা (৩)-কে ফেরালেন কুলদীপ যাদব। ১০৫ রান তিন উইকেট খুইয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

বিরতির খানিক সময়ের মধ্যেই দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল প্যাভিলয়নে ফেরে। উইলেম মুল্ডারকে ২৪ রানে ফেরান কুলদীপ। এরপর টনি ডি জর্জি (২৪) বুমরাহের বলে এলবিডব্লিউ'র শিকার হন। সকালের দিকে নতুন বলে সফল হননি সিরাজ। ওভারপিছু ৮ রান করে দিয়েছিলেন। কিন্তু পুরনো বল হাতে আসতেই জাত চেনালেন। সিরাজের বলেই ১৬ রানের মাথায় আউট হন কাইল ভেরেইনি। সেই ওভারেই মার্কো জানসেনকেও শূন্য রানে ফেরান ৩১ বছর বয়সি ভারতীয় পেসার।

চা পানের বিরতির আগে অক্ষর প্যাটেল ফেরালেন করবিন বস (৩)-কে। চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮ উইকেটে ১৫৪। যে ভঙ্গিতে রান তোলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, সেই গতিতে লাগাম পরিয়ে দিয়েছেন বুমরাহ, সিরাজ, কুলদীপরা। চা বিরতির পর মাত্র ৩ ওভার টেকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুমরাহের বলে বোল্ড হার্মার। করেন মাত্র ৫ রান। এরপর কেশব মহারাজ (০) বুমরাহের ইয়র্কার সামলাতে পারলেন না। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ১৫৯ রানে। বুমরাহের শিকার ৫ উইকেট। কুলদীপ ও সিরাজ নিলেন ২ উইকেট। অক্ষরের পান ১ উইকেট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় বোলিং ইউনিটের সামনে রীতিমতো পা কাঁপছে প্রোটিয়া দলের।
  • চা পানের বিরতিতে যাওয়ার আগে ৮ উইকেট খুইয়ে অনেকটাই ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।
  • আর তা ভিড়ে ঠাসা ক্রিকেটের নন্দনকাননে বসে তারিয়ে তারিয়ে উপভাগ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Advertisement