shono
Advertisement
Team India

আড়াই দিনেই পরাজয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে নেমে গেল টিম ইন্ডিয়া

পয়েন্ট তালিকায় শীর্ষে কারা?
Published By: Prasenjit DuttaPosted: 05:04 PM Nov 16, 2025Updated: 05:04 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে মাত্র আড়াই দিনে টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গেলেন ঋষভ পন্থরা। হার্মারের ঘূর্ণির কাছে ৩০ রানে পরাস্ত হয় ভারত। এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে নেমে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে, পয়েন্ট টেবিলে উত্থান হল দক্ষিণ আফ্রিকার।

Advertisement

ইডেনে পরাজয়ের 'সৌজন্যে' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও তিনটিতে হেরে গিয়েছে শুভমানরা। ভারতের পয়েন্টের শতাংশের হার ৫৫.৫৬ থেকে নেমে ৫৪.১৭-তে পৌঁছেছে। এই পরিস্থিতিতে গুয়াহাটিতে জিতে কামব্যাক করতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। ভারতের পরের টেস্ট শুরু ২২ নভেম্বর। 

পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তিন টেস্টে তিনটিতেই জিতেছে তারা। অজি দলের শতাংশের হার ১০০। ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নতুন সার্কেলের ৩ টেস্টে ২টি জয় পেয়েছে টেম্বা বাভুমার দল। গত বারের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের শতাংশের হার ৬৬.৬৭ শতাংশ।

তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্টে একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। লঙ্কান বাহিনীর পয়েন্টের শতাংশ ৬৬.৫৭। চার নম্বরে থাকা ভারতের পরে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ। পাঁচ টেস্টের সবক’টা হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে পরাস্ত হয় ভারত।
  • এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে নেমে গেল টিম ইন্ডিয়া।
  • অন্যদিকে, পয়েন্ট টেবিলে উত্থান হল দক্ষিণ আফ্রিকার।
Advertisement