shono
Advertisement

Breaking News

Ravindra Jadeja

টেস্ট যুদ্ধের মাঝেই শহরে আইপিএল উত্তাপ, দলবদল নিয়ে জাদেজার সঙ্গে বৈঠকে ফ্র্যাঞ্চাইজি

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম।
Published By: Anwesha AdhikaryPosted: 04:18 PM Nov 14, 2025Updated: 04:18 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয় বছর পর শহরে টেস্ট। ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ঘিরে আগ্রহ বেশ ভালোরকম। কিন্তু আইপিএলের দলবদলের কেন্দ্রেও উঠে এসেছে এই ইডেন। দল গুছিয়ে নিতে কলকাতাতেই বৈঠক সারছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। সবমিলিয়ে টেস্টের পাশাপাশি আইপিএল উন্মাদনাও দেখা যাচ্ছে ক্রিকেটের নন্দনকাননে।

Advertisement

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে টিমগুলো যতটা সম্ভব নিজেদের গুছিয়ে নিতে চাইছে। রাজস্থান রয়‍্যালস কর্তা যেমন সূদূর ইংল্যান্ড থেকে কলকাতায় চলে এসেছেন। না, টেস্ট দেখার জন্য নয়। উদ্দেশ্য আইপিএলে নিজেদের টিম গুছিয়ে নেওয়া। শোনা যাচ্ছে, রবীন্দ্র জাদেজাকে এবার ছেড়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস। রাজস্থানের সঙ্গে তারা ট্রেড করছে। সঞ্জু স্যামসনকে রাজস্থান থেকে নিচ্ছে চেন্নাই। তার পরিবর্তে জাদেজাকে নিচ্ছে রাজস্থান রয়‍্যালস।

খুব সম্ভবত তারা জাদেজাকেই এবার অধিনায়ক করতে চলেছে রাজস্থান রয়্যালস। জাদেজা এখন ভারতীয় টিমের সঙ্গে কলকাতায়। তাই তাঁর সঙ্গে মিটিং করতে ইংল্যান্ড থেকে চলে এসেছেন রাজস্থান কর্তারা। শোনা গেল, ভারতের টিম হোটেলে গিয়েছেন রাজস্থান কর্ণধার মনোজ বাদালে জাদেজার সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন। তবে এখনও চেন্নাই বা রাজস্থান কোনও পক্ষের তরফেই ট্রেডিং নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আবার লখনউ সুপার জায়ান্টসের একটা বৈঠকও হয়ে গিয়েছে কলকাতায়। লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, অধিনায়ক ঋষভ পন্থ-সহ বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ ছিলেন ওই বৈঠকে। ইতিমধ্যেই মরশুমের প্রথম ট্রেড করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। একজোড়া প্লেয়ার ট্রেড করার কথা ঘোষণা করেছে তারা। গুজরাট টাইটান্স থেকে শেন রাদারফোর্ডকে দলে নিল মুম্বই। সঙ্গে লখনউ থেকে নেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। যা খবর, মুম্বই থেকে লখনউ যেতে পারেন অর্জুন তেন্ডুলকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, রবীন্দ্র জাদেজাকে এবার ছেড়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস। রাজস্থানের সঙ্গে তারা ট্রেড করছে।
  • জাদেজা এখন ভারতীয় টিমের সঙ্গে কলকাতায়। তাই তাঁর সঙ্গে মিটিং করতে ইংল্যান্ড থেকে চলে এসেছেন রাজস্থান কর্তারা।
  • লখনউ সুপার জায়ান্টসের একটা বৈঠকও হয়ে গিয়েছে কলকাতায়। লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, অধিনায়ক ঋষভ পন্থ-সহ বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ ছিলেন ওই বৈঠকে।
Advertisement