সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। অভিশপ্ত এই দিনটার কথা কখনও ভুলবার নয়। পুলওয়ামাতে ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। জঙ্গিদের আক্রমণে শহিদ হয়েছিলেন বিজয় সোরেং। তাঁর পুত্র রাহুল সোরেং হরিয়ানার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা পেল। আর এই ঘটনায় বিজয়পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।
পুলওয়ামার ঘটনার পর তার পাশে দাঁড়িয়েছিলেন বীরু। তিনি রাহুলের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নিয়েছিলেন। বীরুর তত্ত্বাবধানে ২০১৯ সাল থেকে বিনামূল্যে শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে সে। ক্রিকেটে হাতেখড়িও শেহওয়াগের অ্যাকাডেমিতে। সেই রাহুল এবার হরিয়ানার অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছে। এর ফলে উচ্ছ্বসিত বীরু।
এক্স হ্যান্ডেলে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার লেখেন, "হরিয়ানা অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হওয়ার জন্য রাহুলকে অভিনন্দন। ওর বীর পিতা পুলওয়ামায় শহিদ হয়েছিলেন। রাহুলের পাশে দাঁড়াতে পারে আমার কাছে সৌভাগ্যের । ওর এই যাত্রায় আমি গর্বিত।'
রাহুলকে হরিয়ানার অনূর্ধ্ব-১৯ দলে দেখে উচ্ছ্বসিত নেটপাড়াও। এক নেট নাগরিক লেখেন, 'অবিশ্বাস্য যাত্রা। ব্যক্তিগত ক্ষতচিহ্ন থেকে গর্বের এই মুহূর্ত। রাহুল সত্যিই শক্তি এবং অধ্যবসায়ের প্রতীক। ওর বাবার ত্যাগ এবং আপনার সমর্থনকে কুর্নিশ বীরু পাজি।' আরেক নেটিজেনের কথায়, 'রাহুলের শক্তি এবং নিষ্ঠায় ওর বাবা অমর হয়ে থাকবে। এই মুহূর্ত খুবই গর্বের।' উল্লেখ্য, গত ডিসেম্বরে ঐতিহ্যশালী বিজয় মার্চেন্ট ট্রফিতে হরিয়ানার অনূর্ধ্ব-১৬ দলের সুযোগ পেয়েছিল রাহুল। তাছাড়াও সে অনূর্ধ্ব-১৪ দলেও হরিয়ানার হয়ে খেলেছিল। এহেন রাহুল, এখন ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে।
