shono
Advertisement
Indigo

ইন্ডিগো বিমানবিভ্রাটের থাবা ক্রিকেটেও! মধ্যাহ্নভোজের পর মাঠে ঢুকলেন আম্পায়ার

৩০ ঘণ্টা বাসে যাত্রা করেই খেলতে নেমেছে বাংলাও।
Published By: Anwesha AdhikaryPosted: 04:52 PM Dec 09, 2025Updated: 04:54 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগোর বিমানবিভ্রাটের প্রভাব ভারতীয় ক্রিকেটেও। কোচবিহার ট্রফির ম্যাচ খেলতে ভিলাই থেকে কল্যাণী বাসে ফিরল অনূর্ধ্ব ১৯ বাংলা দল। ৩০ ঘণ্টা বাসে যেতে হয়েছে তরুণ ক্রিকেটারদের। আর সেই ম্যাচের এক আম্পায়ার এসে পৌঁছালেন মধ্যাহ্নভোজের বিরতির পর!

Advertisement

সোমবার কল্যাণীতে গোয়ার বিরুদ্ধে খেলা ছিল বাংলার। ৩০ ঘণ্টা বাসে যাত্রা করে একেবারে বিনা প্রস্তুতিতেই মাঠে নামেন চন্দ্রহাস দাসরা। ম্যাচ পরিচালনার কথা ছিল নীতীন পাণ্ডের। কিন্তু বিমানবিভ্রাটের জেরে আটকে পড়েন তিনি। কোনওমতে এদিন কলকাতায় পৌঁছে গাড়িতে চেপে তিনি মাঠে আসতে আসতে শেষ হয়ে যায় প্রথম সেশনের খেলা। ফলে আরেক আম্পায়ার প্রকাশ কুমার একাই দু'প্রান্তে দায়িত্ব সামলালেন। মধ্যাহ্নভোজের পর থেকে মাঠে নামেন নীতীন।

অন্যদিকে, প্রতিযোগিতায় বাংলার আগের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিরুদ্ধে। ভিলাইতে সেই ম্যাচ শেষ হয় বৃহস্পতিবার। কিন্তু সেখান থেকে ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়ে দল। বিমান না থাকায় শেষে বাসে রওনা হন কোচ সৌরাশিস লাহিড়ীর ছাত্ররা। তিরিশ ঘণ্টা যাত্রা করে রবিবার সকালে সরাসরি কল্যাণী আসে দল। ফলে কোনও অনুশীলন না করেই এদিন সরাসরি ম্যাচ খেলতে নামে দল।

গোয়া বিরুদ্ধে কিছুটা দেরিতে ম্যাচ শুরু করাই যেত। কিন্তু দুই দলের সম্মতিতেই নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয়। অন্যান্য ম্যাচ অফিশিয়ালরা এসে গেলেও নীতীন পৌঁছতে পারেননি। তাই তাঁকে বাদ দিয়েই শুরু হয় ম্যাচ। প্রথম দিনের শেষে বাংলার রান ২৯৩-৫। রান পেয়েছেন আদিত্য রায় (৭৯), আত্মজ মণ্ডল (৬৩), অভিরূপ বিশ্বাস। বাংলা-গোয়া ম্যাচ নির্দিষ্ট সময়ে শুরু হলেও বিমানবিভ্রাটের জেরে পিছিয়ে গিয়েছে ওড়িশা বনাম কর্নাটক ম্যাচ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার কল্যাণীতে গোয়ার বিরুদ্ধে খেলা ছিল বাংলার। ৩০ ঘণ্টা বাসে যাত্রা করে একেবারে বিনা প্রস্তুতিতেই মাঠে নামেন চন্দ্রহাস দাসরা।
  • প্রতিযোগিতায় বাংলার আগের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিরুদ্ধে। ভিলাইতে সেই ম্যাচ শেষ হয় বৃহস্পতিবার।
  • গোয়া বিরুদ্ধে কিছুটা দেরিতে ম্যাচ শুরু করাই যেত। কিন্তু দুই দলের সম্মতিতেই নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয়।
Advertisement