shono
Advertisement
Gautam Gambhir

মন্ত্র শুধুই জয়, গম্ভীর টিমে স্পার্টান মানসিকতা আমদানি করেছেন, বলছেন বরুণ

সদ্য সমাপ্ত এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন বরুণ।
Published By: Sulaya SinghaPosted: 06:05 PM Oct 08, 2025Updated: 06:05 PM Oct 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ড্রেসিংরুমে হালফিলে হার আর কোনও বিকল্প নয়। গোটা টিম একটা জিনিস নিয়েই সবসময় ভাবে, গুরুত্ব দেয়- জয় এবং একমাত্র জয়কে! শুধু তাই নয়, ভারতীয় সংসারে এখন আর মধ‌্যবিত্ত মানসিকতার কোনও জায়গা নেই। আর এহেন সমস্ত মানসিকতা আমদানি করেছেন যিনি, তিনি ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। যে মানসিকতার একটা গালভরা নামও দিয়েছেন টিমের রহস‌্য স্পিনার বরুণ চক্রবর্তী। স্পার্টান মানসিকতা!

Advertisement

‘‘আমি গম্ভীরকে আজ থেকে দেখছি না। বা আজ থেকে ওঁর কোচিংয়ে খেলছি না। আইপিএলে গম্ভীরের কোচিংয়ে খেলেছি আমি। তাই উনি যা যা করছেন, আমার কাছে কিছুই নতুন নয়। তবে একটা জিনিস বলতে চাই। গম্ভীর টিমের মধ্যে স্পার্টান মানসিকতা নিয়ে এসেছেন। যেখানে হার কোনও বিকল্প নয়। ওঁর দর্শন হল, মাঠে নেমে তুমি তোমার সেরাটা দেবে। নিজেকে উজাড় করে দেবে। তার পর যা হওয়ার, হবে,’’ মঙ্গলবার এক অনুষ্ঠানে এসে বলে দিয়েছেন বরুণ। “গম্ভীরের সংসারে মধ‌্যবিত্ত মানসিকতার কোনও জায়গা নেই। মাঠে মধ‌্যবিত্ত মনোভাব উনি বরদাস্ত করেন না। আমার অন্তত তাই মনে হয়।” বলেন বরুণ।

সদ‌্য সমাপ্ত এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন বরুণ। ফাইনালে ক্রমশ ভয়ংকর দেখানো দুই পাক ব‌্যাটার শাহিবজাদা ফারহান এবং ফকর জামানকে তিনিই আউট করেন। যার পর থেকে খেলা পুরো ভারতের দিকে ঘুরে যায়। তবে বিগত এশিয়া কাপ ক্রিকেটীয় উৎকর্ষতার চেয়েও বেশি করে চর্চায় থেকেছে বিতর্কের কারণে। যদিও বরুণ বলে দিচ্ছেন, তাঁরা মাঠের বাইরের ব‌্যাপারস‌্যাপার নিয়ে মাথা ঘামাতে যাননি।

“পাকিস্তানকে আমরা ফাইনালের আগে দু’বার এশিয়া কাপে খেলেছিলাম। তাই আমরা জানতাম, ওরা কী করতে পারে না পারে? কী প্ল‌্যানিং নিয়ে নামতে পারে। সেই মতো আমরা নিজেদের পরিকল্পনা করেছিলাম। আর সেই পরিকল্পনা খেটে গিয়েছে,” বলেন বরুণ। জাতীয় স্পিনারের সংযোজন, “বাকিদের কথা বলতে পারব না। তবে টিম হিসেবে আমাদের একটাই মোক্ষ ছিল। তা হল, এশিয়া কাপ জেতা। বাদবাকি ব‌্যাপারকে উপেক্ষা করে। আমরা চেয়েছিলাম, একটা ম‌্যাচও না হেরে টুর্নামেন্টটা জিততে। যাতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা পাওয়া যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় সংসারে এখন আর মধ‌্যবিত্ত মানসিকতার কোনও জায়গা নেই।
  • আর এহেন সমস্ত মানসিকতা আমদানি করেছেন যিনি, তিনি ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর।
  • যে মানসিকতার একটা গালভরা নামও দিয়েছেন টিমের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। স্পার্টান মানসিকতা!
Advertisement