সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফি খেলতে নেমে বড়সড় চোট পেলেন কেকেআর তারকা। ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলেই মারাত্মক চোট লাগে তাঁর পায়ে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। শোনা যাচ্ছিল, আসন্ন আইপিএলে হয়তো কেকেআরকে নেতৃত্ব দিতে পারেন তিনি। কিন্তু চোট পাওয়ার পর তারকা ব্যাটার আদৌ খেলতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
মেগা অকশন থেকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেনে নাইটরা। এই বিপুল অঙ্কে ভেঙ্কিকে দলে ফেরানোয় অনেকেই মনে করছিলেন হয়তো তিনিই অধিনায়ক হবেন। ভেঙ্কি এক মরশুমে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন। নীতীশ রানার অনুপস্থিতিতে একটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলেছেন। যদিও রাজ্য দলের হয়ে ভেঙ্কিকে কখনও অধিনায়কত্ব করতে দেখা যায়নি। তবে জল্পনা ছড়ায়, হয়তো ভেঙ্কটেশের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেবে কেকেআর ম্যানেজমেন্ট।
কিন্তু আসন্ন আইপিএলে কি আদৌ খেলতে পারবেন ভেঙ্কি? বৃহস্পতিবার কেরলের বিরুদ্ধে রনজিতে খেলতে নেমেছিল ভেঙ্কটেশের দল মধ্যপ্রদেশ। মাত্র ১৭.২ ওভারে ৪৯ রানে চার উইকেট খুইয়ে ধুঁকছিল ভেঙ্কির দল। সেই সময়ে ব্যাট করতে নামেন নাইট তারকা। কঠিন সময়ে দলের হাল ধরবেন ভেঙ্কি, এমনটাই আশা ছিল মধ্যপ্রদেশ শিবিরে। কিন্তু বাস্তবে উলটোটা ঘটল। মাত্র তিনটি বল খেলার পরেই ভেঙ্কির গোড়ালি মচকে যায়।
প্রচণ্ড ব্যথায় পিচে বসে পড়েন ভেঙ্কটেশ। দৌড়ে এসে শুশ্রুষা শুরু করেন ফিজিওরা। কিন্তু আর উঠে দাঁড়াতে পারেননি। আহত অবসৃত হয়ে মাঠ ছাড়তে হয় তারকা ক্রিকেটারকে। তবে ডাগআউটে বসে বাকি ম্যাচ দেখেন তিনি। একটা চেয়ারের উপর পা তুলে রাখতে হয় ভেঙ্কটেশকে। উল্লেখ্য, আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তার আগে কি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন ভেঙ্কি? চিন্তায় নাইট ভক্তরা।