সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। চেনা ছন্দে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর চর্চা, শচীন তেণ্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট? সেই চর্চার মধ্যেই অবশ্য ক্রিকেটের ঈশ্বরের একটি রেকর্ড ভেঙে ফেললেন কিং। শচীনের পাশাপাশি বিরাট টপকে গিয়েছেন জ্যাক কালিস-সনৎ জয়সূর্যর মতো কিংবদন্তিকেও।
টেস্ট-টি২০ থেকে অবসরের পর শুধু ওয়ানডেতেই খেলেন বিরাট। কিন্তু রানের খিদে তাঁর এতটুকু কমেনি। সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ অপ্রতিরোধ্য লেগেছে বিরাটকে। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। তৃতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। এই স্বপ্নের পারফরম্যান্সের পর বিরাট ছাড়া আর কাউকেই সিরিজ সেরার পুরষ্কার দেওয়া যেত না। প্রত্যাশিতভাবেই প্লেয়ার অফ দ্য সিরিজ হন কিং কোহলি।
এখানেই তিনি ভেঙে দিয়েছেন শচীনের অনবদ্য নজির। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ১৯টি সিরিজে সেরা হয়েছিলেন বিরাট। তারমধ্যে ১০টিই ওয়ানডে সিরিজ। শনিবার বিশাখাপত্তনমে ২০তম সিরিজ সেরার পুরস্কার জেতেন বিরাট। শচীনের দখলে রয়েছে ১৯টি সিরিজ সেরার পুরস্কার। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কিং কোহলি। উল্লেখ্য, পুরুষদের ক্রিকেটে এতগুলো সিরিজ সেরার পুরস্কার কোনও তারকারই নেই। শচীনের পর এই তালিকায় রয়েছেন শাকিব আল হাসান (১৭), জাক কালিস (১৪), সনৎ জয়সূর্য এবং ডেভিড ওয়ার্নার (১৩)।
উল্লেখ্য, ভাইজ্যাগে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন কোহলি। চলতি বছর ১৩ ইনিংসে ৬৫ গড়ে ৬৫১ রান করেছেন। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। ১৪ ইনিংসে ৬৫০ রান করে দু’নম্বরে হিটম্যান। সিডনিতে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন ‘রান মেশিন’ বিরাট। আর দক্ষিণ আফ্রিকা সিরিজটা তাঁর কাছে অন্যরকম মাহাত্ম্য নিয়ে এসেছে।
