shono
Advertisement

Breaking News

Sourav Ganguly

'সাদা বলে ও বিশ্বসেরা', চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে বিরাটের পিঠ চাপড়ে দিলেন সৌরভ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই ফেভারিট। অকপট সৌরভ।
Published By: Sulaya SinghaPosted: 08:47 PM Jan 20, 2025Updated: 08:53 PM Jan 20, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অজিভূমে বর্ডার গাভাসকর ট্রফিতে একটা সেঞ্চুরি ছাড়া সেভাবে জ্বলে উঠছে দেখা যায়নি বিরাট কোহলির ব্যাট। কিন্তু তাঁর ক্লাস নিয়ে যে কোনও প্রশ্ন করা যায় না, কার্যত সেকথাই বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় তারকাকে দরাজ সার্টিফিকেট দিয়ে প্রাক্তন অধিনায়ক বললেন, বিরাটের মতো ক্রিকেটার বিশ্বে বিরল, যাঁর কাছে ৮০টা সেঞ্চুরি রয়েছে। সাদা বলে তিনিই বিশ্বের সেরা!

Advertisement

সোমবার ইডেনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি প্রশংসায় ভরিয়ে দেন কোহলিকে। তবে পাঁচদিনের ক্রিকেটে যে আরও খানিকটা কসরত প্রয়োজন কোহলির, তা মনে করিয়ে দেন সৌরভ। বলেন, "সাদা বলে ও বিশ্বের সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় ওকে ব্যর্থ হতে দেখে বেশ অবাকই হয়েছি। তবে আমি মনে করি ওর মধ্য়ে এখনও অনেক ক্রিকেট বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে নিয়ে কোনও চিন্তা নেই। ওখানে ও রান করবে। কিন্তু লাল বলে আরও উন্নতি দরকার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেই ওর আসল পরীক্ষা।"

সোমবার ইডেনের অনুষ্ঠানে সৌরভ, শামি, ঝুলন-সহ বিশিষ্টরা। নিজস্ব চিত্র

এরপরই শামির প্রসঙ্গ টেনে সৌরভ বলে দেন, টেস্টে তিনি দ্রুত শামিকে দেখতে চান। বুমরাহর পাশে শামি জুড়ে গেলে দল নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি। তার আগেই অবশ্য ইডেনে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে শামির। যিনি সোমবার দৃঢ় কণ্ঠে বলে দিয়েছেন, "দেশের হয়ে খেলার খিদে আমার‌ এখনও মরেনি"।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় দল মুখ থুবড়ে পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের সাফল্য নিয়ে আশাবাদী সৌরভ। বলে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই ফেভারিট। শেষ দুটো বিশ্বকাপেও ভালো খেলেছিল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল তো বটেই রোহিত শর্মাও নজর কাড়বেন বলে আশা মহারাজের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার ইডেনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি প্রশংসায় ভরিয়ে দেন কোহলিকে।
  • তবে পাঁচদিনের ক্রিকেটে যে আরও খানিকটা কসরত প্রয়োজন কোহলির, তা মনে করিয়ে দেন সৌরভ।
Advertisement