shono
Advertisement

Breaking News

Virat Kohli

'পাক্কা একশো রান দিতিস', কোহলিকে ইট ছুড়ে পাটকেল খেলেন অর্শদীপ!

কোহলিকে কী নিয়ে খোঁচা দিয়েছিলেন অর্শদীপ?
Published By: Arpan DasPosted: 04:03 PM Dec 07, 2025Updated: 05:33 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান ৩০২। গড় ১৫০। সিরিজ জিতলেও শেষ ম্যাচে সেঞ্চুরি এল না বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। তাতে 'অখুশি' অর্শদীপ সিং। ম্যাচের পর ভিডিওয় তো তারকা পেসার কোহলিকে বলেই দিলেন, আজ সেঞ্চুরি হল না। যদিও কোহলির থেকে পালটা জবাব পেতে দেরি হল না।

Advertisement

আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন অর্শদীপ। সোশাল মিডিয়ায় পাঞ্জাবের সোশাল মিডিয়া থেকে পোস্ট করা ভিডিও সাক্ষী থাকল ভারতীয় দলের দুই তারকার খুনসুটির। একজন দলের সিনিয়র, ওয়ানডে খেলেছেন ৩০৮। আরেকজনের ওয়ানডে বোলিংয়ের অভিজ্ঞতা মাত্র ১২। তবে অর্শদীপ কোহলিকে ইট ছুড়ে পাটকেলও খেলেন। ওয়ানডে সিরিজের প্রথম দু'টি ম্যাচে ৩০০-র বেশি রান উঠেছিল। সেখানে বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে গুটিয়ে যায়। সেটা মাত্র ১ উইকেট হারিয়ে তুলে নেয় ভারত। সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। কোহলি ৬৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের পর অর্শদীপ বলেন, "আজ লক্ষ্য কম ছিল, তাই সেঞ্চুরি হাতছাড়া হল।" তাতে কোহলি বলেন, "আজ টসে জিতেছি। নাহলে এই শিশিরে তুই বল হাতে পাক্কা একশো রান দিতিস।" আসলে ভারত ২০ ম্যাচ পর টসে জিতেছে। আগের দু'টি ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করেছিল ভারত। তাতে বড় রান তুলেছিল ঠিকই, কিন্তু দক্ষিণ আফ্রিকাও পালটা দিয়েছে। রাঁচিতে প্রথম ম্যাচে মাত্র ১৭ রানে হেরেছে। দ্বিতীয়টি তো জিতেই নিয়েছিল। প্রথমটিতে অর্শদীপ ৬৪ রান দিয়ে ২ উইকেট পান, পরেরটিতে ৫৪ রান দিয়ে ২ দিয়ে। বল হাতে সেঞ্চুরি দেওয়ার মতো খারাপ পারফরম্যান্স নয়। কিন্তু কোহলিকে খোঁচা দিয়ে কি ছাড় পাওয়া যায়?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫।
  • প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান ৩০২। গড় ১৫০।
  • সিরিজ জিতলেও শেষ ম্যাচে সেঞ্চুরি এল না বিরাট কোহলির ব্যাটে। তাতে অখুশি অর্শদীপ সিং।
Advertisement