shono
Advertisement
VVS Laxman

এনসিএ প্রধানের দায়িত্ব ছাড়ছেন লক্ষ্মণ, পরবর্তী হেডস্যর কে?

পারিবারিক কারণে ভিভিএস নিজেই আর এনসিএর দায়িত্বে থাকতে চাইছেন না।
Published By: Anwesha AdhikaryPosted: 01:49 PM Jan 23, 2025Updated: 01:49 PM Jan 23, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। শেষেই সেই দায়িত্ব ছাড়তে চলছেন ভিভিএস। ভারতীয় বোর্ডের অন্দরমহলে খোঁজ নিয়ে সেরকমই জানা যাচ্ছে। বিসিসিআই অবশ্য ভিভিএসকে রেখে দিতে চাইছে। এনসিএ প্রধান হিসেবে দারুণ কাজ করছেন তিনি। ভারতীয় দলের কোচ হয়ে যে ক'টা সিরিজে গিয়েছেন তিনি, সেখানেও ভালো পারফর্ম করেছে টিম।

Advertisement

কিন্তু ভিভিএস নিজেই আর দায়িত্বে থাকতে চাইছেন না। কারণটা পারিবারিক। ভিভিএস আর পরিবারের থেকে দূরে থাকতে চাইছেন না। এনসিএর কিন্তু এই বছরের দায়িত্বে থাকা মানে বছরের বেশিরভাগ সময়টাই বেঙ্গালুরুতে থাকতে হয় তাঁকে। যা শোনা যাচ্ছে, তাতে ভিভিএসের বাবার বেশ বয়স রয়েছে। বেঙ্গালুরুতে থেকে পরিবারকে দেখাশুনোর কাজটা বেশ কঠিন হয়ে পড়ছে তাঁর। এখন প্রতি শুক্রবার তাঁকে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে যেতে হচ্ছে। রবিবার রাতে আবার হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে ফিরে আসেন তিনি। ব্যাপারটা ভিভিএসের কাছেও বেশ সমস্যার হয়ে যাচ্ছে। তাই তিনি পাকাপাকিভাবে এনসিএর দায়িত্ব ছেড়ে হায়দরাবাদে পরিবারের কাছে চলে যেতে চাইছেন।

শোনা গেল, বোর্ড কর্তাদের সঙ্গে এক প্রস্থ কথাও হয়েছে ভিভিএসের। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে আগামী নভেম্বরের পর দায়িত্ব ছাড়বেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ভিভিএস যদি চলে যান, তাহলে এনসিএ-র দায়িত্বে কাকে নিয়ে আসা হবে? সেটাও বোর্ড মোটামুটি ঠিক করে ফেলেছে। এখনও পর্যন্ত যা ঠিক আছে, বিক্রম রাঠোর আসবেন এনসিএর প্রধান হিসাবে।

রাঠোর দীর্ঘদিন ভারতীয় টিমের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু গৌতম গম্ভীর কোচ হওয়ার পর পুরোপুরি নতুন সাপোর্ট স্টাফদের নিয়ে আসা হয়েছে। রাঠোর বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গেই যুক্ত রয়েছেন। এনসিএ প্রধানের দায়িত্ব নেওয়ার পর যাতে রাঠোরকে কোনও অসুবিধের মধ্যে পড়তে না হয়, তার জন্য এখন থেকেই পুরো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে তাঁকে। বিভিন্ন ক্লাস করছেন। কীভাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাজকর্ম হয়, সেটা দেখছেন। আশা করা হচ্ছে, এই দায়িত্ব সামলাতে খুব একটা অসুবিধের মধ্যে পড়তে হবে না রাঠোরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিভিএস আর পরিবারের থেকে দূরে থাকতে চাইছেন না।
  • বোর্ড কর্তাদের সঙ্গে এক প্রস্থ কথাও হয়েছে ভিভিএসের। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে আগামী নভেম্বরের পর দায়িত্ব ছাড়বেন তিনি।
  • রাঠোর দীর্ঘদিন ভারতীয় টিমের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু গৌতম গম্ভীর কোচ হওয়ার পর পুরোপুরি নতুন সাপোর্ট স্টাফদের নিয়ে আসা হয়েছে।
Advertisement