shono
Advertisement
Wasim Akram

আইপিএল একঘেয়ে! পাক লিগকে 'সেরা' ঘোষণা আক্রমের, পালটা জবাব নেটিজেনদেরও

বিদেশিরা নাকি এখন পিএসএল খেলতে বেশি আগ্রহী।
Published By: Arpan DasPosted: 10:32 AM Dec 09, 2025Updated: 10:32 AM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নাকি অত্যন্ত দীর্ঘ, একঘেয়ে। তার থেকে পাকিস্তানের ক্রিকেট লিগ ভালো! আচমকাই নাম না করে আইপিএলকে খোঁচা ওয়াসিম আক্রমের। যিনি কি না একসময় কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলের সদস্য ছিলেন। এখন তাঁর হঠাৎ মনে হচ্ছে, পিএসএল কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় বলে বিদেশিরা বেশি আকৃষ্ট হচ্ছে। আর সেখানে আইপিএল এতদিন চলে যে, 'বাচ্চারা বড় হয়ে যায়।'

Advertisement

আইপিএল প্রায় দু'মাস ধরে চলে। তবে গত মরশুমে ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতির জন্য তা আরও দীর্ঘ হয়। সারা বছর বিভিন্ন ফরম্যাটের লিগ খেলার পরও দেশ-বিদেশের কয়েকশো প্লেয়ার নাম লেখান আইপিএলে। বিশ্বের সেরা প্লেয়াররা খেলেন এই লিগে। কিন্তু হঠাৎ আক্রমের অন্য রকম মনে হচ্ছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পাশে বসে প্রাক্তন পাক পেসার বলছেন, "পাকিস্তান সুপার লিগের সুবিধা হল, এটা ৩৪-৩৫ দিনের মধ্যে শেষ যায়। অন্তত তিনমাস ধরে। যেমন অনেক লিগ আছে তিনমাস ধরে চলে। বাচ্চারা ওই সময়ে বড় হয়ে যায়, কিন্তু লিগ শেষ হয় না। যে কারণে বিদেশি প্লেয়াররা এখন পাকিস্তানে খেলতে পছন্দ করে। ২-৩ মাস লিগ দেখতে দেখতে আমারই একঘেয়ে লাগে।"

তাঁর আরও বক্তব্য, "অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও সময় কমিয়ে এনেছে। এখন সেখানে ৪০ দিনের লিগ হয়। পিএসএলের এটাই সৌন্দর্য। প্রতিভাধর প্লেয়াররা এখানে খেলে। আমি যখন বিদেশিদের সঙ্গে কথা বলি, তারা বলে আইপিএলের থেকে এখানে বোলিংয়ের মান ভালো। পিএসএল বিশ্বের সেরা লিগ, মানের দিক থেকে, পরিমানের দিক থেকে নয়।"

তবে পালটা দিতে ছাড়ছেন না নেটিজেনরাও। যেমন একজন বলছেন, 'ভারতে বাচ্চারা বড় হয়ে যায়। আর পাকিস্তানে বুড়োরা খেলতে যায়।' অনেকে আবার অবাক আক্রমের মুখে এরকম মন্তব্য শুনে। তাঁদের ধারণা, পিসিবি প্রধান পাশে থাকায় এই ধরনের মন্তব্য করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল নাকি অত্যন্ত দীর্ঘ। তার থেকে পাকিস্তানের ক্রিকেট লিগ ভালো!
  • আচমকাই নাম না করে আইপিএলকে খোঁচা ওয়াসিম আক্রমের। যিনি কি না একসময় কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলের সদস্য ছিল।
  • এখন তাঁর হঠাৎ মনে হচ্ছে, পিএসএল কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় বলে বিদেশিরা বেশি আকৃষ্ট হচ্ছে।
Advertisement