shono
Advertisement
Virat Kohli and Rohit Sharma

২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? অবশেষে মুখ খুলল বিসিসিআই

এদিকে রোহিত-কোহলির প্রত্যাবর্তন ম্যাচে দলের দুই তারকাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
Published By: Subhajit MandalPosted: 12:08 AM Oct 15, 2025Updated: 12:08 AM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষের দুই নক্ষত্রের টেস্ট অবসর নিয়ে কম রোষানল সৃষ্টি হয়নি জাতীয় ক্রিকেটমহলে। তার পর আবার রোহিত শর্মার ‘নেতৃত্ব হরণ’। যা কি না আরও আগুনে ঘৃতাহুতি দিয়েছে। খুব স্বাভাবিক ভাবে এরপর দেশের ক্রিকেটমহল জানতে উৎসুক, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে রোহিত-কোহলিকে খেলতে দেখা যাবে কি না? অবশেষে সেই জ্বলন্ত ইস্যুতে প্রথমবার আলোকপাত করলেন বোর্ডের কোনও কর্তা। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা খানিক আধো আধো ভাষায় বলে গেলেন রো-কো-কে বোর্ডের তরফে অবসর নিতে বলা হয়নি।

Advertisement

দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই মাঠে ফিরছেন টিম ইন্ডিয়ার দুই মহারথী। ক্রিকেট মহলে জোর জল্পনা, এটাই সম্ভবত জাতীয় দলের জার্সিতে তাঁদের শেষ ম্যাচ। এ প্রসঙ্গে বিসিসিআই সহ-সভাপতি বলছেন, "ওরা টিমে ফেরায় আমাদের দারুন উপকার হবে। দুজনেই দুর্দান্ত ব্যাটার। আশা করি ওদের সাহায্যে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব।"

এটাই কি শেষ সিরিজ দুই মহাতারকার? রাজীব শুক্লা বলছেন, "এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ায় উচিত নয়। তাছাড়া এটা শেষ সিরিজ কিনা, সেসব কোনও কথা হয়নি। ক্রিকেটারা কবে অবসর নেবে সেটা নিতান্তই তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। এভাবে বলে দেওয়া যে এটাই ওদের শেষ সিরিজ, এটা কিন্তু ঠিক নয়।" রো-কোর বিশ্বকাপ খেলা নিয়ে সেভাবে খোলসা করে কিছু বলতে চাননি কোচ গম্ভীরও। গম্ভীর এ দিন বলে দেন, “পঞ্চাশ ওভারের বিশ্বকাপের এখনও আড়াই বছর বাকি। এখন বর্তমানে মন দেওয়া ভালো। রোহিত-কোহলি দু’জনেই ভালো প্লেয়ার। অস্ট্রেলিয়ায় ওদের অভিজ্ঞতা কাজে আসবে।”

এসব নিয়ে আলোচনার মধ্যেই খবর, রো-কোর প্রত্যাবর্তন সিরিজে দুর্বল হচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’তে খেলতে পারবেন না অ‌্যাডাম জাম্পা আর জস ইঙ্গলিস। তিন ম‌্যাচের ওয়ান ডে সিরিজ। যার শুরুটা হচ্ছে রবিবার থেকে। পরের দুটো ম‌্যাচ ২৩ ও ২৬ অক্টোবর। ইঙ্গলিস এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। আর জাম্পা খেলবেন না পারিবারিক কারণের জন‌্য। তবে লেগ স্পিনারকে অবশ‌্য দ্বিতীয় ম‌্যাচ থেকেই পেয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ইঙ্গলিস দ্বিতীয় ম‌্যাচেও খেলতে পারবেন কি না, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বলা হল, তৃতীয় ওয়ান ডে থেকে হয়তো ফিরতে পারেন ইঙ্গলিস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই মাঠে ফিরছেন টিম ইন্ডিয়ার দুই মহারথী।
  • ক্রিকেট মহলে জোর জল্পনা, এটাই সম্ভবত জাতীয় দলের জার্সিতে তাঁদের শেষ ম্যাচ।
  • বিসিসিআই সহ-সভাপতি বলছেন, "ওরা টিমে ফেরায় আমাদের দারুন উপকার হবে। দুজনেই দুর্দান্ত ব্যাটার।"
Advertisement