shono
Advertisement

Breaking News

Women Cricket World Cup 2025

সমানে সমানে! রোহিতদের টি-২০ বিশ্বজয়ের সঙ্গে পাল্লা দিয়ে নয়া ইতিহাস হরমনদের

কোন ক্ষেত্রে রেকর্ড গড়ল ভারতীয় মহিলা দল?
Published By: Arpan DasPosted: 06:01 PM Nov 07, 2025Updated: 06:01 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এতদিন বিশ্বকাপের মঞ্চে দাপট ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু এই প্রথমবার এশিয়া মহাদেশে ট্রফি এল। হরমনপ্রীতদের হাতে ট্রফির সঙ্গে আনন্দের বন্যা দেশজুড়ে। এখানেই শেষ নয়। এবার পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নয়া রেকর্ডও গড়ল মেয়েদের বিশ্বকাপ।

Advertisement

২০২৪-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারান রোহিত শর্মারা। দেশের মাটিতে এবছর মহিলাদের বিশ্বকাপেও সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ৫২ রানে জেতেন হরমনপ্রীত কৌররা। সম্প্রচারকারী চ্যানেল জিওহটস্টারে সেই ম্যাচ দেখেন ১৮৫ মিলিয়ন দর্শক। অর্থাৎ প্রায় ১৯ কোটি মানুষ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও প্রায় এত সংখ্যক মানুষ দেখেছিলেন বলে জানা গিয়েছে। তবে আইপিএলের প্রত্যেকদিনের দর্শকের থেকে এই সংখ্যাটা অনেক বেশি।

গোটা টুর্নামেন্ট জুড়ে মোট দর্শক সংখ্যা ছিল ৪৪৬ মিলিয়ন। সেখানে শুধু ফাইনাল একসঙ্গে ২ কোটি ১০ লক্ষ এবং সিটিভি-র নিরিখে ৯ কোটি ২০ লক্ষ দেখেছিলেন। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক সংখ্যাটাও প্রায় একই রকম। যা নিয়ে জিওস্টারের স্পোর্টস বিভাগের সিইও ঈশান চ্যাটার্জি বলেন, "আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ভারতে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান মর্যাদাকে পুনরায় প্রমাণ করেছে। বিশেষ করে ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্স রেকর্ডসংখ্যক দর্শক আকর্ষণ করেছে। যা ভক্তদের আগের চেয়েও বেশি উৎসাহী করে তুলবে। এই সাফল্য আইসিসি ও বিসিসিআই, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং যারা মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্র্যান্ডগুলির সম্মিলিত অর্জন।"

উইমেন ইন ব্লুর চড়াই-উৎরাইয়ের সাক্ষী থেকেছেন ভারতীয় দর্শকরা। প্রত্যেকটা ম্যাচেই মাঠ ভরে গিয়েছে। যাঁরা মাঠে যেতে পারেননি, তাঁরা টিভি-মোবাইলে চোখ রেখেছেন। ভারতীয় দলের পারফরম্যান্স উপভোগ করেছন। তাই টুর্নামেন্ট চলাকালীনও ভিউয়ারশিপের নতুন রেকর্ড তৈরি হয়েছিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
  • এতদিন বিশ্বকাপের মঞ্চে দাপট ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড।
  • কিন্তু এই প্রথমবার এশিয়া মহাদেশে ট্রফি এল। হরমনপ্রীতদের হাতে ট্রফির সঙ্গে আনন্দের বন্যা দেশজুড়ে।
Advertisement