shono
Advertisement

Breaking News

Yashasvi Jaiswal

ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী, ডবল সেঞ্চুরি হাতছাড়া করে 'রেগে কাঁই' অধিনায়ক গিলের উপর

দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা ভারতের।
Published By: Arpan DasPosted: 09:50 AM Oct 11, 2025Updated: 10:21 AM Oct 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা ভারতের। ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সওয়াল। তবে তাতে তাঁর নিজেরও দোষ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৫ রান করে আউট হন তিনি। স্পষ্টতই আউট হয়ে যথেষ্ট অসন্তুষ্ট যশস্বী। উলটো দিকে থাকা অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলেন। ডবল সেঞ্চুরি হাতছাড়া করে ক্ষোভ ধরে রাখতে পারেননি যশস্বী।

Advertisement

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৩১৮। যশস্বী অপরাজিত ছিলেন ১৭৩ রানে। প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরিতে অনেক রেকর্ড ভেঙেছেন। দ্বিতীয় দিনে তিনি ডবল সেঞ্চুরি করে ফেলবেন, সেরকম আশা করেছিলেন অনেকে। যশস্বীকে দেখেও খুব একটা অস্বস্তিতে মনে হয়নি। কিন্তু শেষ পর্যন্ত যে রান আউট 'ঘাতক' হয়ে দেখা দেবে, তা কে জানত।

১৭৫ রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন যশস্বী। উলটো দিকে থাকা গিল কিছুটা এগিয়ে থমকে যান। যদিও সেখান থেকে আদৌ রান হওয়া কার্যত অসম্ভব ছিল। টেগনারিন চন্দ্রপলের হাতে বল সোজা চলে আসে। যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন, তেমনই শুভমানও তাঁকে থামাননি। ফলে মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন যশস্বী। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তিনি ক্রিজে পৌঁছনোর অনেক আগেই উইকেট ভেঙে দেন তেভিন ইমলাচ।

আচমকা রান আউট হয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না যশস্বীর। কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। অধিনায়ক গিলের সঙ্গে বাদানুবাদও চলে। যদিও এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। নেটদুনিয়ায় অনেকে দাবি করছেন, ইমলাচ যখন উইকেট ভাঙেন, তখন তাঁর হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল। সে যাই হোক না কেন, যশস্বী যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন, তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা ভারতের।
  • ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সওয়াল। তবে তাতে তাঁর নিজেরও দোষ আছে।
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৫ রান করে আউট হন তিনি। স্পষ্টতই আউট হয়ে যথেষ্ট অসন্তুষ্ট যশস্বী।
Advertisement