সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ বছর পর দেশকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। মারণ রোগ ক্যানসার শরীরে বাসা বাঁধার পরেও ২২ গজের ময়দান ছেড়ে চলে আসেননি। ব্যাটে-বলে বিপক্ষের কড়া চ্যালেঞ্জের জবাব দিয়েছেন। কিন্তু সেই যুবরাজ সিংয়ের মৃত্যু নিয়ে বিস্ফোরক করলেন তাঁরই বাবা। সাফ জানিয়ে দিলেন, বিশ্বকাপ জিততে গিয়ে যুবরাজের মৃত্যু হলেও গর্বিত হতেন তিনি।
ভারতের ক্রিকেট ইতিহাসে পরিচিত নাম যোগরাজ সিং। তাঁর আরেক পরিচয় হল, তিনি বিশ্বজয়ী অলরাউন্ডারের বাবা। সম্প্রতি একটি পডকাস্টে নানা বিষয়ে মুখ খুলেছেন তিনি। সেখানেই বিস্ফোরক মন্তব্যটি করেন প্রাক্তন ক্রিকেটার যোগরাজ। তাঁর কথায়, "যদি ক্যানসারে ভুগে যুবরাজের মৃত্যু হত আর ভারত বিশ্বকাপ জিতত, আমি বাবা হিসাবে গর্ব বোধ করতাম। আমি অবশ্য এখনও ওকে নিয়ে খুবই গর্বিত। ফোনে কথা হওয়ার সময়েও সেটা বলি ওকে। যখন যুবি রক্তবমি করছে, তখনও ওকে খেলা চালিয়ে যেতে বলেছি। আশ্বাস দিয়েছি, 'চিন্তা করিস না, তুই মরবি না। ভারতের জন্য এই বিশ্বকাপটা জেত'।
তবে জোড়া বিশ্বকাপ জিতেও যোগরাজের কাছে ক্রিকেটার হিসাবে খুব বেশি নম্বর পাননি যুবি। ওই পডকাস্টেই যোগরাজ বলেন, প্রতিভার প্রতি সুবিচার করেননি তারকা অলরাউন্ডার। যোগরাজের কথায়, "যুবরাজ সিং যদি নিজের বাবার পরিশ্রমের ১০ শতাংশও করত, তাহলে মহান ক্রিকেটার হতে পারত।" যদিও ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ- দুই ক্ষেত্রেই ভারতের ট্রফি জয়ের নেপথ্যে যুবরাজের অবদান অবিস্মরণীয়।
দীর্ঘদিন ধরে মহেন্দ্র সিং ধোনিকে কটাক্ষ করেছেন যোগরাজ। কিন্তু ওই পডকাস্টে বিশ্বজয়ী অধিনায়ককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। ধোনিকে ভয়ডরহীন অধিনায়ক বলে প্রশংসা করে যোগরাজের মত, ব্যাটারদের মন পড়তে পারেন ক্যাপ্টেন কুল। তাই ঠিক কোন জায়গায় বল করতে হবে, সেটা বলে দিতে পারেন বোলারকে।