shono
Advertisement

জীবন বাজি রেখে চিতার মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনল মা

সিনেমার গল্পকেও হার মানায় এই রূদ্ধশ্বাস লড়াই। The post জীবন বাজি রেখে চিতার মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনল মা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:47 PM Mar 22, 2017Updated: 04:34 PM Dec 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানকে বিপদের হাত থেকে বাঁচাতে প্রয়োজনে মমতাময়ী মাও হয়ে উঠেন সাক্ষাৎ রুদ্রাণী। এবার এক মায়ের সাহসিকতার সামনে হার মানতে বাধ্য হল হিংস্র চিতা।

Advertisement

সোমবার, প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বেরিয়েছিলেন মুম্বইয়ের আরে কলোনির বাসিন্দা প্রমীলা রিনিজাদ। সঙ্গে ছিল ৩ বছরের ছেলে প্রণয়। কিন্তু তিনি জানতেন না রাতের অন্ধকারে ওঁত পেতে ছিল বিপদ। বাড়ি থেকে কিছুটা দুরে অবস্থিত শৌচালয়ের পথে খানিকটা এগিয়ে হঠাৎ প্রমিলা দেখতে পান একটি চিতা ঝাঁপিয়ে পড়েছে তাঁর ছেলের উপর। মুহূর্তের হতভম্ব ভাব কটিয়ে নিজের প্রাণের মায়া ত্যাগ করে তিনিও চিৎকার করে ঝাঁপিয়ে পড়লেন চিতা বাঘটির। প্রমীলার ওই রণংদেহী রূপে ঘাবড়ে যায় প্রাণীটি। ততক্ষণে ছুটে এসেছেন প্রতিবেশীরা তাই মুখের শিকার ফেলেই ছুটে পালায় চিতাটি।

[এবার মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিটেই চড়ুন রাজধানীতে]

সেই রাতেই প্রতিবেশীদের সাহায্যে প্রণয়কে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান প্রমীলা। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বালাসাহেব ট্রমা সেন্টারে পাঠানো হয় তাঁকে। চিতার কামড়ে আহত হলেও তা খুব গুরুতর ছিল না তবে তার শরীরে তিনটি সেলাই করতে হয় চিকিৎসকদের। স্থানীয়রা এই ঘটনার জন্য বনদপ্তরকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, এলাকায় চিতাবাঘ থাকার খবর জেনেও কোনও পদক্ষেপ নেননি তাঁরা। থানে এলাকার প্রধান সংরক্ষক সুনীল লিমায়া জানিয়েছেন, যে এলাকায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণীদের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে।

[হিন্দুদের উপর আক্রমণ সমর্থন করা হয় বাংলা ও কেরলে!]

The post জীবন বাজি রেখে চিতার মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনল মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement