সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির প্রশান্ত বিহার এলাকা। এর একদিন কাটতে না কাটতেই বোমাতঙ্ক দিল্লির স্কুলে। গতকাল যে জায়গায় বিস্ফোরণ ঘটে তার থেকে এক কিলোমিটার দূরের এক স্কুলেই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। হুমকিবার্তা পাওয়ার পরই স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করে পুলিশের সঙ্গে। খবর পেয়ে দ্রুত পুলিশের সঙ্গে পৌঁছয় বম্ব স্কোয়াড ও দমকল।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ শুক্রবার সকাল ১০টা ৫৭ মিনিটে হুমকি মেল আসে রোহিণীর এক স্কুল কর্তৃপক্ষের কাছে। পুলিশকে জানানোর পর পড়ুয়াদের দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় অভিভাবকদের। উদ্বিগ্ন হয়ে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। এর পর পড়ুয়াদের নিরাপদে বের করে দেওয়ার পর গোটা স্কুল খালি করে দেওয়া হয়। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় স্কুল চত্বর এবং আশপাশের জায়গাগুলোতে। কিন্তু পায়নি পুলিশ ও বোম স্কোয়াড। পুলিশ জানিয়েছে, গোটা স্কুলে তল্লাশি চালানোর পর কোথাও কোনও সন্দেহজনক কিছু মেলেনি। কোথা থেকে এই হুমকি মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল বেলা ১১টা ৪৮ নাগাদ উত্তর দিলির প্রশান্ত বিহার এলাকার পিভিআর সিনেমা হলের সামনে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় দিল্লির পুলিশের স্পেশাল সেলের একটি দল ও দমকলের চারটি ইঞ্জিন। পরে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। জানা যায়, একটি মিষ্টির দোকানের পাশে পার্কের সীমানার সামনে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে সাদা পাউডার জাতীয় কিছু পদার্থও মেলে। যা পরীক্ষা করে দেখে পুলিশ। মাসখানেক আগেই রোহিণীর প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণ ঘটেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল স্কুলের দেওয়াল। সেই সময়ও সেখান থেকে একই সাদা বস্তু মিলেছিল। ফলে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এই বিস্ফোরণের এক দিনের মাথাতেই স্কুলে বোমাতঙ্ক ছোড়ানোয় বাড়তি সতর্কতা অলম্বন করছে পুলিশ।
উল্লেখ্য, গত বেশ কিছু মাস ধরে দিল্লি, বেঙ্গালুরু, তামিলনাড়ুর মতো একাধিক জায়গার স্কুল, বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। আন্তদেশীয় থেকে আন্তর্জাতিক ফ্লাইটও বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে বিভিন্ন বিমানবন্দরের কাছেও। বাদ যায়নি কলকাতাও। সম্প্রতি কলকাতার স্কুল ও বিমানবন্দরেও ছোড়ায়। মেল আইডি ও আইপি অ্যাড্রেস খতিয়ে দেখেন তদন্তকারীরা।