সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেখ সামনে একজন পাকিস্তানি বসে আছে’। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজার সময় বসে থাকায় এমন কথাই শুনতে হল আরমান আলি নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার অসমের গুয়াহাটির একটি প্রেক্ষাগৃহে।
[‘উনি আমার থেকে বড় অভিনেতা’, মোদিকে বিদ্রুপ প্রকাশ রাজের]
কয়েকমাস আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, হল হোক কিংবা মাল্টিপ্লেক্স, সিনেমা শুরুর আগে বাজাতে হবে জাতীয় সংগীত। উঠে দাঁড়াতেই হবে উপস্থিত সকলকে। পরে সেই নিয়মে কিছুটা পরিবর্তন এনে শীর্ষ আদালত জানায়, প্রতিবন্ধীদের ক্ষেত্রে মিলবে ছাড়। তাঁরা উঠে না দাঁড়ালেও হবে। দেশের সাধারণ বাসিন্দারা সেটা কতটা জানেন এই প্রশ্ন কিন্তু থাকছেই। কারণ ৩৬ বছর বয়সি এই সমাজসেবী সিনেমা হলে জাতীয় সংগীত বাজার সময় হুইলচেয়ারে বসে থাকায় শুনতে হল, তিনি নাকি পাকিস্তানি। নিজের ফেসবুক পেজে গোটা ঘটনাটিরই বিবরণ দিয়েছেন আরমান।
[রামলীলা ময়দানে মোদির এই কাজে প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী]
ঠিক কী হয়েছিল? আরমান জানিয়েছেন, নিজের ভাইপো এবং ভাইঝিকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন তিনি। যথাসময়ে জাতীয় সংগীত বাজতে শুরু করে। আরমানের ভাইপো, ভাইঝি-সহ প্রায় সবাই উঠে দাঁড়ায়। কিন্তু হুইলচেয়ারে থাকায় তিনি তা পারেননি। তবে চেষ্টা করেন দু’হাতে ভর দিয়ে যতটা সম্ভব উঠে দাঁড়ানোর। এমন সময় পঞ্চাশোর্ধ্ব দুই ব্যক্তি আরমানকে টিপ্পনি কাটেন। বলেন, ‘সামনে একজন পাকিস্তানি বসে আছে।’ আরমানের কথায়, ‘ওরা ভেবেছেন জাতীয় সংগীত বাজার সময় আমি উঠে না দাঁড়ানোয় তাঁদের এধরনের মন্তব্য করাটা উচিত। এই টিপ্পনি কেটেই নিজেদের দেশভক্তির মাত্রা বোঝাতে পারবেন।’ আমার ভাইঝিরা জিজ্ঞাসা করে, পাকিস্তানের থেকেও লোকজন সিনেমা দেখতে এসেছে? আমি তাদের বলি, ‘হ্যাঁ। আসলে সিনেমাটি খুব ভাল হয়েছে।’ এরপরই আরমানের স্বগতোক্তি, ‘সিনেমা হল এখন দেশভক্তি ও জাতীয়তাবাদ প্রমাণের জায়গা হয়ে উঠেছে।’
[যৌন হেনস্তার শিকার আমিও, বিস্ফোরক বিজেপি সাংসদ পুনম মহাজন]
The post জাতীয় সংগীত চলাকালীন না দাঁড়ানোয় ‘পাকিস্তানি’ তকমা প্রতিবন্ধীকে appeared first on Sangbad Pratidin.