shono
Advertisement

Breaking News

২০ কোটি দিয়ে কেনা ফ্ল্যাট ১৬ কোটিতে বিক্রি করলেন অর্জুন! মালাইকার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত?

মালাইকার সঙ্গে এই ফ্ল্যাটে থাকার পরিকল্পনা করেছিলেন অর্জুন।
Posted: 02:06 PM Jul 21, 2022Updated: 02:09 PM Jul 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ কোটি দিয়ে কিনেছিলেন ফ্ল্যাট। কিন্তু হঠাৎই তাড়াহুড়ো করে ১৬ কোটিতে বিক্রি করে দিলেন! ব্যস, অর্জুন কাপুরের এই সিদ্ধান্তর কথা জানতে পেরে বলিউডে তুমুল গুঞ্জন। শোনা যাচ্ছে, মালাইকা অরোরার সঙ্গে নাকি সম্পর্ক ভাঙতে বসেছে। আর তার জেরেই নাকি অর্জুন ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

গপ্পোটা একটু বিশদে বলা যাক। অর্জুন কাপুর (Arjun Kapoor), গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার (Malaika Arora) আবাসনের পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দিলেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন ১৬ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। সঙ্গে আরও জানা গিয়েছে যে, বিক্রিত ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষরও করেছিলেন। তবে কেন অর্জুন তাঁর ফ্ল্যাট এত কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। তবে রটেছে, মালাইকার সঙ্গে নাকি সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। শোনা গিয়েছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায়,  মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন।

[আরও পড়ুন: ‘আমাকে মেরে ফেলার চেষ্টা করছে বলিউডের মাফিয়ারা!’ বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তর]

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মালাইকা ও অর্জুন।

[আরও পড়ুন: রেডিও মির্চি ছেড়ে কোথায় চললেন মীর? নিজেই ফাঁস করলেন রহস্য]

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement