shono
Advertisement

কাশির ওষুধের বিজ্ঞাপন করে বিপাকে ‘সুলু’ বিদ্যা

কীভাবে? The post কাশির ওষুধের বিজ্ঞাপন করে বিপাকে ‘সুলু’ বিদ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Dec 04, 2017Updated: 11:52 AM Sep 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষে মাস্টার স্ট্রোকটা খেলেছেন বিদ্যাই। ধীরে ধীরে বক্স অফিসে গতি বাড়াচ্ছে ‘তুমহারি সুলু’। কঙ্কণার পাশাপাশি স্ট্রার স্ক্রিন অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা অভিনেত্রীর শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি। যে ‘সুলু’ তাঁকে বহুদিন পর সাফল্যের মুখ দেখিয়েছে, সেই সুলুর অনস্ক্রিন কাণ্ডকারখানার জন্যই বিপাকে পড়লেন বিদ্যা বালান। শোনা গিয়েছে, ছবির ভিতরে কাশির ওষুধের বিজ্ঞাপন করার জন্য অভিনেত্রীকে নোটিস পাঠাতে চলেছে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।

Advertisement

[‘পদ্মাবতী’ ইস্যুতে দীপিকার পাশে দাঁড়াতে নারাজ কঙ্গনা!]

টোরেক্স কাফ সিরাপের বিজ্ঞাপন আগেও করতে দেখা গিয়েছে বিদ্যাকে। ছবির মধ্যে একটি দৃশ্যে নাম উল্লেখ করে কাশির ওষুধটি ব্যবহার করা হয়। এও বলা হয় যে এই ওষুধ খেলে কাশি থেকে মুক্তি মিলবে। এমন বিজ্ঞাপন তো আগেও হয়েছে সিনেমায়। তাহলে বিদ্যাকে নোটিস পাঠানোর কথা কেন ভাবছে এফডিএ? জানা গিয়েছে, বিজ্ঞাপনে বিদ্যা কাশির ওষুধের স্তুতি করেছেন বটে কিন্তু তার সঙ্গে এ কথা বলেননি যে কেবলমাত্র ডাক্তারের পরামর্শেই ওষুধটি গ্রহণ করা উচিত। যে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আর এ বিষয়টি টোরেক্সের মতো কাফ সিরাপের বিজ্ঞাপনে অবশ্যই তুলে ধরা উচিত।

[বিয়ের পিঁড়িতে বসছেন পাওলি-অর্জুন, চার হাত এক হচ্ছে সুনীল-মেমের]

একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে বিদ্যার এ কথা মনে রাখা উচিত ছিল। উচিত ছিল ছবির প্রযোজক-পরিচালকদেরও। কিন্তু তা করা হয়নি। এ নিয়ে এফডিএ-তে অভিযোগ জানান ডা. তুষার জগতাপ নামে এক সমাজকর্মী। সেই অভিযোগের ভিত্তিতে বিদ্যাকে নোটিস পাঠাতে চলেছে এফডিএ। এদিকে নায়িকার ২০ কোটির ছবি ইতিমধ্যেই ৪৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর তাতে বেশ খুশি বিদ্যা। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন তিনিও।

An award for Sulu is an award for the exemplary team on #TumhariSulu …because you brought out the best in me

. I wouldve liked to thank each of you individually but couldn’t so here’s a Biiig Thank you n a Biiig hug to each of you…and a special mention of some special ones who i missed thanking on stage..so here goes: @rickroyco @rickroy111 and @saurabh_goswami13 …thank you for making me feel beautiful at all times..you always took such great care of me

!! @dharajain you created Sulu’s physical space soo really that we all could transport ourselves into that world effortlessly

. @dg1801 and team ,thankoo for being the most efficient and smiling production team ever

. Lastly,thank you @sureshtriveni ‘s A.D. team for you are the most professional ever !! Thank you universe for 3 Star Screen awards for our Sulu …#TumhariSulu

!

A post shared by Vidya Balan (@balanvidya) on

[হারিয়ে যাওয়া রাজত্বের কাহিনি নিয়ে ফিরছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’]

The post কাশির ওষুধের বিজ্ঞাপন করে বিপাকে ‘সুলু’ বিদ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার