shono
Advertisement

‘আরবান নকশাল’গিরীশকে হারিয়ে ঐশ্বর্যহীন নাট্যজগৎ, শোকজ্ঞাপন মোদি-কোবিন্দের

শোকস্তব্ধ বলিউডও। The post ‘আরবান নকশাল’ গিরীশকে হারিয়ে ঐশ্বর্যহীন নাট্যজগৎ, শোকজ্ঞাপন মোদি-কোবিন্দের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 PM Jun 10, 2019Updated: 12:27 PM Jun 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে ‘আরবান নকশাল’ বলতে দ্বিধাবোধ করেননি কখনও। জীবনের সায়াহ্নে নাকে অক্সিজেন নল লাগিয়েও কাজ করে গিয়েছেন। যতদিন বেঁচেছেন শিল্পীমহল থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের প্রশংসা কুড়িয়েছেন। শুধু রিল নয়, রিয়েল লাইফেও বহু মানুষের ‘নায়ক’ তথা অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন তিনি।

Advertisement

তাঁর প্রয়াণে তাই সমস্ত মহলেই শোকের ছায়া। একজন ভাল অভিনেতা-নাট্যকার-লেখককেই হারাল না এদেশ, হারাল একজন স্পষ্টবক্তা, প্রাণখোলা মানুষকেও। যিনি মনের কথা অপকটে বলেছেন। সামনে থেকে নেতৃত্ব নিয়ে উগ্র হিন্দুত্ববাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রত্যেকেই অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

সোমবার বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ পুরষ্কার প্রাপ্ত কিংবদন্তি অভিনেতা। বার্ধক্যজনিত কারণেই ৮১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ইহলোকে পাড়ি দিলেন তিনি। তাঁকে হারানোর সঙ্গে শেষ হল একটা অধ্যায়। বিরাট শূন্যতা নেমে এল মারাঠি নাট্যজগতে। ইতিমধ্যেই কর্ণাটকে তিনদিনের শোকদিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। পাশাপাশি রাজ্যজুড়ে একদিনের ছুটিও ঘোষিত হয়েছে।

[আরও পড়ুন: প্রয়াত নাট্যকার-অভিনেতা গিরীশ কারনাড, শিল্পীমহলে শোকের ছায়া]

প্রধানমন্ত্রী টুইটারে শোকবার্তা জানাতে লেখেন, “গিরীশ কারনাডের মতো অভিনেতার সারাজীবন মনে রাখবেন সকলে। নিজের ভালবাসা নিয়ে সবসময়ই খোলা মনে কথা বলতেন তিনি। কাজের মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।” রাষ্ট্রপতি কোবিন্দ টুইট করেন, “ভারতীয় থিয়েটার জগতের পথিকৃত ছিলেন তিনি। তাঁর প্রয়াণে আরও গরিব হল শিল্পী মহল। তাঁর পরিবারের প্রতি সহানুভূতি রইল।” অরবিন্দ কেজরিওয়াল থেকে অভিনেতা কমল হাসান, টুইটারে প্রত্যেকেই শোকজ্ঞাপন করেছেন। শোকস্তব্ধ বলিউডও। পরিচালক আলি আব্বাস জাফর, অভিনেত্রী দিব্যা দত্ত, অভিনেতা প্রকাশ রাজও এমন একজন গুণী ব্যক্তিকে হারিয়ে শোকাহত। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে কংগ্রেসও।

[আরও পড়ুন: নয়া সিজনে চমক, ‘বিগ বস’-এর অতিথি হচ্ছেন অভিনেতা জিৎ!]

The post ‘আরবান নকশাল’ গিরীশকে হারিয়ে ঐশ্বর্যহীন নাট্যজগৎ, শোকজ্ঞাপন মোদি-কোবিন্দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement