shono
Advertisement

সিনেমা হলে মুক্তি পাবে ’83’আর ‘সূর্যবংশী’! কী বলছে প্রযোজনা সংস্থা রিলায়েন্স?

রবিবারের সকালেই দুই ছবি প্রসঙ্গে টুইট করেছে প্রযোজনা সংস্থা। The post সিনেমা হলে মুক্তি পাবে ’83’ আর ‘সূর্যবংশী’! কী বলছে প্রযোজনা সংস্থা রিলায়েন্স? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:16 PM Aug 23, 2020Updated: 12:16 PM Aug 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরক্ষাবিধি মেনে সিনেমা-সিরিয়ালের শুটিং শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগেই। কলাকুশলীদের নিয়ে ব্রিটেনে ‘বেল বটম’-এর শুটিং করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘লাল সিং চাড্ডা’-র শুটিং করতে তুরস্কে পৌঁছে গিয়েছেন আমির খান (Aamir Khan)। পরিবর্তিত পরিস্থিতিতে OTT রিলিজের পথ বেছে নিয়েছেন একাধিক প্রযোজনা সংস্থা। অনলাইনে মুক্তি পেয়েছে ‘গুলাবো সিতাবো’ (Gulabo Sitabo), ‘শকুন্তলা দেবী’ (Shakuntala Devi), ‘গুঞ্জন সাক্সেনা-দ্য কারগিল গার্ল’ (Gunjan Saxena The Kargil Girl)-এর মতো বড় প্রযোজনা সংস্থাগুলির সিনেমা। তাহলে কি এবার ‘সূর্যবংশী’ (Sooryavanshi), ‘83’-র মতো সিনেমাও ডিজিটাল রিলিজের পথে হাঁটবে? এই প্রশ্ন বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুলছিলেন চলচ্চিত্র অনুরাগীরা। সেই প্রশ্নের উত্তর দিল দুই ছবির প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেনমেন্ট (Reliance Entertainment)।

Advertisement

[আরও পড়ুন: মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছিলেন সুশান্ত! দাবি অভিনেতার পরিচারকের]

রবিবার এই বিষয়ে রিলায়েন্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। বলা হয়,

“সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে এবং তা প্রেক্ষাগৃহ খোলার উপযুক্ত বলেই আমাদের বিশ্বাস। দিওয়ালিতে ‘সূর্যবংশী’ এবং বড়দিনে ‘83’ মুক্তি পাবে।”

[আরও পড়ুন: সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবেশবান্ধব গণেশ চতুর্থী পালন তারকাদের, দেখুন ছবি]

২০১৯-এর ৭ অক্টোবর রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ‘83’র শুটিং শেষ হয়। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত ‘সূর্যবংশী’র শুটিং শেষ হয় ২০১৯-এর নভেম্বরে। মার্চ মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। শোনা গিয়েছে, আনলকের চতুর্থ পর্যায়ে শর্তসাপেক্ষে সিনেমা হলগুলি খুলতে পারে। জুলাই মাসের শেষের দিকেই শোনা গিয়েছিল যে, তথ্য সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcasting Ministry) তরফে আগস্টেই সিনেমা হলের দরজা খোলার আবেদন জানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি! আর সেই জন্যই এবার জিম, রেস্তরাঁ, শপিং মলের পর ‘আনলক ৪’-এ সামাজিক দূরত্ব বিধি মেনে দেশের সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলো খোলার কথাই চিন্তা-ভাবনা করা হচ্ছে।    

The post সিনেমা হলে মুক্তি পাবে ’83’ আর ‘সূর্যবংশী’! কী বলছে প্রযোজনা সংস্থা রিলায়েন্স? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement