Advertisement

কালো বিকিনিতে সুইমিং পুলে অন্তঃসত্ত্বা অনুষ্কা, বিশেষ কারণে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি

08:56 PM Sep 21, 2020 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2020) ময়দানে নেমে পড়েছেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohali)। এদিকে অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা (Anushka Sharma) চুটিয়ে উপভোগ করছেন নিজের অবসর। সুইমিং পুলে নেমে পড়েছিলেন বিকিনি পরে। সেই ছবিই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

 

Advertising
Advertising

কালো বিকিনিতে সুইমিং পুলের ঠান্ডা জল বেশ উপভোগ করেছেন অনুষ্কা। ছবিতে তাঁর ‘বেবি বাম্প’ সুস্পষ্ট। মুখে রয়েছে তৃপ্তির হাসি। বিশ্ব কৃতজ্ঞতা দিবস (World Gratitude Day) উপলক্ষেই ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখক একার্ট টোলে  (Eckhart Tolle) এবং রাম দাসের (Ram Dass) লেখা ব্যবহার করেছেন জানিয়েছেন, জীবনে যা কিছু পেয়েছেন তাতে কৃতজ্ঞ হওয়াটাই সুখী থাকার মূল অবলম্বন। সেই মানুষদের কৃতজ্ঞতা জানিয়েছেন যাঁরা পাশে দাঁড়িয়ে পৃথিবীর যাবতীয় ভাল দিকগুলো তাঁর সামনে তুলে ধরেছেন। বিশ্বাস করতে শিখিয়েছেন। আর তাঁকেও অন্যের জন্য ভাল কিছু করতে অনুপ্রেরণা জুগিয়েছেন।

[আরও পড়ুন: মৃত্যুর ৪ মাস পরই অতীত ইরফানের স্মৃতি? অভিনেতার সমাধির চারপাশে গজিয়েছে আগাছা]

বিশ্ব কৃতজ্ঞতা দিবসে ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান খুরানাও। সুজিত সরকার (Shoojit Sircar) থেকে অনুভব সিনহা (Anubhav Sinha)- নিজের প্রত্যেক পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন তিনি প্রত্যেকটি ছবিতে নতুন কিছু শেখানোর জন্য।

[আরও পড়ুন: বলিউডে মহিলাদের হেনস্তা নিয়ে এবার সোচ্চার রূপা, অনুরাগ ইস্যুতে সংসদের বাইরে ধরনা]

The post কালো বিকিনিতে সুইমিং পুলে অন্তঃসত্ত্বা অনুষ্কা, বিশেষ কারণে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next