শাহরুখের জন্মদিনে অভিনব উদ্যোগ ফ্যান ক্লাবের, অতীতের ছবি পোস্ট মেয়ে সুহানার

04:20 PM Nov 02, 2020 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশক সবে শুরু। আরব সাগরের তীরে দাঁড়িয়ে সদ্য কুড়ি পেরোনো যুবক চিৎকার করে ঘোষণা করেছিলেন, একদিন গোটা বম্বে (বর্তমানে মুম্বই) শহরে রাজত্ব করবেন। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন ‘দিওয়ানা’। দশকের পর দশক ধরে বাদশা হয়ে রাজত্ব করে চলেছেন বলিউডে। পেয়েছেন রোম্যান্স কিংয়ের শিরোপা। করোনা (CoronaVirus) কালে জীবনের পঞ্চান্নতম বছরে প্রবেশ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পরিবর্তিত পরিস্থিতিতে মন্নতের সামনের চেনা ভিড় দেখা না গেলেও ভারচুয়াল জগতে শুভেচ্ছায় বন্যা বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘হ্যাপি বার্থ ডে এসআরকে’ (#HappyBirthdaySRK)।

Advertisement

শুধু শুভেচ্ছা নয় শাহরুখ খানের জন্মদিনে অভিনব উদ্যোগ নিয়েছে তাঁর ফ্যানক্লাব। প্রিয় তারকার ৫৫তম জন্মদিনে ৫৫৫৫টি মাস্ক, ৫৫৫৫টি স্যানিটাইজার এবং একই পরিমাণ খাবারের সামগ্রী বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

Advertising
Advertising

[আরও পড়ুন: এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি রক্তক্ষরণ, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে উদ্বেগ আরও বাড়ল]

বাবার জন্মদিনে অতীতের স্মৃতিতে ফিরে গিয়েছেন শাহরুখকন্যা সুহানা (Suhana Khan)। শেয়ার করেছেন পুরনো ছবি। ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু সানায়া কাপুর। অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যারও সোমবার জন্মদিন। দুই প্রিয় মানুষকে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন সুহানা।

কথায় নয় শাহরুখ খানের সিনেমার সেরা মুহূর্তের কোলাজেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অভিনেতার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment)

[আরও পড়ুন: আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি বিধায়কের, এবার কী করলেন অভিনেতা?]

Advertisement
Next