shono
Advertisement

টুইটারে অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের কোন্দল কীসের? ফাঁস করলেন সিদ্ধার্থ মালহোত্রা

ব্যাপারটা কী? ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
Posted: 01:46 PM Dec 07, 2020Updated: 09:29 PM Dec 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় তারকাদের কোন্দল নতুন নয়। কৃষক বিক্ষোভকে (Farmers Protest) কেন্দ্র করে কিছুদিন আগেই তার নমুনা দেখিয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। তার রেশ এখনও চলছে। এর মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় কথাযুদ্ধে জড়ালেন অনিল কাপুর (Anil Kapoor) এবং অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, টুইটারে সিনিয়র অভিনেতাকে অস্কার নিয়ে খোঁটা পর্যন্ত দিয়ে ফেললেন বলিউড পরিচালক।

Advertisement

রবিবার দিল্লি এমি অ্যাওয়ার্ডসের মতো আন্তর্জাতিক মঞ্চে ‘দিল্লি ক্রাইম’ (Delhi Crime) পুরস্কার পাওয়ায় শেফালি শাহকে শুভেচ্ছা জানান অনিল কাপুর। তাঁকে হলিউডে স্বাগত জানান। এতেই অনিলকে কটাক্ষ করে অনুরাগ টুইট করেন, “যোগ্য মানুষদের আন্তর্জাতিক সম্মান পেতে দেখলে ভাল লাগে। তবে আপনার অস্কার কোথায়? নেই? আচ্ছা মনোনয়ন?” পালটা জবাবে অনিল আবার লেখেন, “তুমি তো অস্কারের সবচেয়ে কাছ থেকে দেখেছো টেলিভিশনে ‘স্লামডগ মিলিওনেয়ার’ যখন অস্কার জিতেছিল”। হ্যাশট্যাগে আবার অভিনেতা লেখেন “তোমার দ্বারা হবে না”।

[আরও পড়ুন: দ্বিধাবিভক্ত বলিউড! কৃষক আন্দোলনের পাশে প্রিয়াঙ্কা-সোনম, কেন্দ্রের সমর্থনে সরব সানি দেওল]

এরপর থেকেই শুরু হয়ে যায় টুইট, পালটা টুইটের পালা। অনুরাগ খোঁচা দিয়ে লেখেন, “আপনি সিনেমার জন্য দ্বিতীয় পছন্দ ছিলেন না?”। জবাবে অনিল আবার লেখেন, নিজের যোগ্যতাতেই কাজ করছেন তিনি। ৪০ বছর ধরে এমনি এমনি তাঁর গাড়ি চলছে না। তাতে আবার অনিলকে ‘খটারা গাড়ি’ বলেও কটাক্ষ করেন।

কিন্তু আচমকা কেন এই বাগযুদ্ধ? তা বোঝা গেল সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) টুইটে। পুরোটাই হচ্ছে নেটফ্লিক্সের (Netflix) আসন্ন ছবি ‘একে ভার্সাস একে’ প্রচারের জন্য। যার ট্রেলার ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দুই তারকা। তাই হালফিলের ট্রোলিং সংস্কৃতিকে হাতিয়ার করেই এই প্রচার পর্ব শুরু করেছেন।

[আরও পড়ুন: করোনাযুদ্ধে হার, মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement