shono
Advertisement

স্বামী বিবেকানন্দর জন্মদিনের পোস্টারে অভিষেকের মুখ! ছবি পোস্ট করে বিদ্রুপ শ্রীলেখার

কী লিখলেন অভিনেত্রী? কীভাবে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রসেনজিৎ-কঙ্গনা?
Posted: 02:23 PM Jan 12, 2021Updated: 03:34 PM Jan 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা দিয়ে যাচ্ছিল টোটো। পিছনে পোস্টার লাগানো। যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। আর তার নিচে লেখা “স্বামী বিবেকানন্দ-এর ১৫৮-তম জন্ম দিবস উদযাপন।” দার্জিলিং জেলা কমিটির তৃণমূল (TMC) যুব কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এই পোস্টারটি। সুযোগ বুঝে কেউ তা ফ্রেমবন্দি করেছিলেন। শেয়ার করেছিলেন ফেসবুকে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। চোখে পড়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্ররও (Sreelekha Mitra)। শেয়ার করেন স্ক্রিনশট। আর ক্যাপশনে বিদ্রুপ করে লেখেন, “আহা… চোখ, মন আরও যা যা আছে সব জুড়িয়ে গেল দেখে।”

Advertisement

নিজের পোস্টে শ্রীলেখা জানিয়েছেন, সারণ দত্তের ফেসবুক ওয়াল থেকে তিনি ছবিটি শেয়ার করেছেন। সারণ দত্ত আবার সৌম্য নামের একজনের ফেসবুক ওয়াল থেকে তা পোস্ট করেছেন। এভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। শ্রীলেখা তা পোস্ট করার পর নেটিজেনরাও তীক্ষ্ণ মন্তব্য করেছেন। কেউ এই ধরনের পোস্টারকে “অশিক্ষার নিদর্শন” হিসেবে ব্যাখ্যা করেছেন, কেউ আবার লিখেছেন, “হরিবল বলব না হরিবোল বলব বুঝতে পারছি না।” যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

[আরও পড়ুন: আর মিস হবে না অনলাইন ক্লাস, সকল পড়ুয়াকে স্মার্টফোন দেবেন ‘মসিহা’ সোনু ]

১৮৬৩ সালে আজকের (মঙ্গলবার) দিনেই জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর বাণীতেই শ্রদ্ধাজ্ঞাপন করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ইনস্টাগ্রামে লিখেছেন, “মস্তিস্ককে উচ্চ মানের চিন্তা-ভাবনা দিয়ে পূর্ণ কর, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে।”

 

টুইটারে স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কঙ্গনা রানাউতও (Kangana Ranaut)। ন্যাশনাল ইউথ ডে (National Youth Day) হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লেখেন, “যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখিয়ে ছিলেন, আমার যখন কোথাও যাওয়ার উপায় ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন। যখন আমি পৃথিবীর কাছে হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, তখন আপনি আমায় জীবনের লক্ষ্য বুঝিয়েছিলেন। আমার গুরু, আপনার থেকে কোনও মানুষ, কোনও ঈশ্বর বড় নয়। আপনি আমার সমস্ত কিছুর উৎস।”

[আরও পড়ুন: OMG! হইচই প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখা যাবে এই ওয়েব সিরিজটি, জেনে নিন দিনক্ষণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement