shono
Advertisement

এবার মুম্বইয়ে ‘তাণ্ডব’সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে FIR, জিজ্ঞাসাবাদে লখনউ পুলিশ!

সিরিজের বিরুদ্ধে আর কোথায় কোথায় অভিযোগ জানানো হয়েছে জানেন?
Posted: 07:58 PM Jan 20, 2021Updated: 08:15 PM Jan 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ‘তাণ্ডব’ (Tandav) সিরিজের বিরুদ্ধে এফআইআর। এবার ১৫৩ (এ), ২৯৫ (এ) এবং ৫০৫ (২) ধারায় অভিযোগ জানানো হল মুম্বইয়ের ঘাটকোপার থানায়। ১৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পেয়েছিল আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar) পরিচালিত ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে সইফ আলি খান (Saif Ali Khan), ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুব অভিনীত সিরিজটি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে একের পর এক এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

  • ১৮ জানুয়ারি প্রথম FIR হয়েছিল লখনউয়ের হজরতগঞ্জ থানায়। সেখানে ধর্মীয় ভাবাবেগে আঘাতের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী পদের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগও জানানো হয়েছে। শোনা গিয়েছে, বুধবারই ‘তাণ্ডব’ টিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য মুম্বই পৌঁছেছে লখনউ পুলিশের একটি দল।
  • ১৯ জানুয়ারি গ্রেটার নয়ডার রাবুপুরা থানায় অভিযোগ নথিভূক্ত করেন বলবীর আজাদ নামের এক ব্যক্তি।
  • মধ্যপ্রদেশের জব্বলপুরে হিন্দু সেবা পরিষদের পক্ষ থেকে FIR করা হয়। সিরিজ নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।
  • মুম্বইয়ে বিকেসি থানায় আবার তাণ্ডব সিরিজের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি বিধায়ক রাম কদম (Ram Kadam)।
  • এছাড়াও সিরিজের বিরুদ্ধে পাটিয়ালা হাউস কোর্টে হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্ত সিরিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আবেদন জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে (Prakash Javadekar) চিঠি লেখে দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAT)।

[আরও পড়ুন: ফেসবুকে শ্রীলেখা মিত্রকে ‘চাটনি’ করে দেওয়ার হুমকি, নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রী]

ইতিমধ্যেই একাধিক জায়গায় সিরিজের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। সইফ, আয়ুবদের কুশপুতুল পোড়ানো হয়েছে। বিতর্কে ইতি টানার জন্য মঙ্গলবার টুইটারে পরিচালক-প্রযোজক আলি আব্বাস জাফর লিখেছেন, “দেশবাসীর ভাবাবেগের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কারও ধর্মীয় ভাবনা কিংবা বিশ্বাসে আঘাত করতে চাইনি আমরা। ইচ্ছাকৃতভাবে কাউকে অপমানও করতে চাইনি। তাই তাণ্ডব-এর কলাকুশলীদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দৃশ্য নিয়ে এই তুমুল বিতর্ক, তা বদলে দেওয়া হবে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের কাছে আমরা কৃতজ্ঞ। কারও ভাবাবেগকে কষ্ট দিয়ে থাকলে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি।” কিন্তু তারপরও অভিযোগের পালা অব্যাহত।

[আরও পড়ুন: নুসরতের সঙ্গে সম্পর্কের ফাটল আরও প্রকট! পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নিখিল জৈন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement