shono
Advertisement

করোনা আক্রান্ত লিলি চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি, ভরতি হাসপাতালে

কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?
Posted: 03:40 PM Jan 21, 2021Updated: 04:09 PM Jan 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) আক্রান্ত লিলি চক্রবর্তীর (Lily Chakravarty) শারীরিক অবস্থার অবনতি। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভরতি করতে হল বর্ষীয়ান অভিনেত্রীকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
গত শনিবার সকালে জ্বর আসে লিলি চক্রবর্তীর। পরিবারের সদস্যদের পরামর্শে করোনা (COVID-19) পরীক্ষা করান। পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই আশ্বাস দিয়েছিলেন ৭৯ বছরের অভিনেত্রী। জানিয়েছিলেন, ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। সময়মতো ওষুধ খাচ্ছেন। নার্সিংহোমে ভরতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছিলেন। তবে নার্সিংহোমের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলা ছিল। যাতে অসুস্থ বোধ করলেই শিগগিরি ব্যবস্থা নেওয়া যায়। জানা গিয়েছে, বুধবার অসুস্থ বোধ করেন লিলি চক্রবর্তী। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে যায়। ঝুঁকি না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সল্টলেকের হার্ট ক্লিনিকে ভরতি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের লেভেল এখন স্বাভাবিক। অভিনেত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার আরও কিছু পরীক্ষা করা হবে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর পরে সুশান্তের প্রথম জন্মদিনে বড় ঘোষণা বোনের, আবেগে ভাসলেন অনুরাগীরা]

১৯৫৮ সালে ‘ভানু পেলো লটারি’ (Bhanu Pelo Lottery) সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে সফর শুরু করেন লিলি চক্রবর্তী। তারপর ‘দেওয়া নেওয়া’, ‘এই করেছ ভালো’, ‘জনঅরণ্য’, ‘দুই পুরুষ’, ‘কলঙ্কিণী কঙ্কাবতী’র মতো বহু বাংলা সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ‘চুপকে চুপকে’, ‘এক দিন আচানক’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। এই বয়সেও ‘রাজকাহিনী’, ‘পোস্তো’, ‘বিবাহ ডায়েরিজ’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর মতো সিনেমায় অভিনয় করেন লিলি চক্রবর্তী। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দেব-পাওলি অভিনীত ‘সাঁঝবাতি’ (Sanjhbati ) সিনেমায়। কোয়েল মল্লিক অভিনীত এবং সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্তরহস্য’ ছবিতে সম্প্রতি অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী। বর্ষীয়ান অভিনেত্রীর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: সেলেব বলেই ছাড়? রায়না-আরবাজদের বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের মামলা প্রত্যাহার মহারাষ্ট্র সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement