shono
Advertisement

এবার করোনা আক্রান্ত মনোজ বাজপেয়ী, বন্ধ করে দেওয়া হল ছবির শুটিং

মহারাষ্ট্রে ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক।
Posted: 05:00 PM Mar 12, 2021Updated: 06:51 PM Mar 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনা (Coronavirus) আক্রান্ত বলিউড তারকা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। কোভিড পজিটিভ হওয়ার পরে হোম কোয়ারান্টাইনে চলে গিয়েছেন তিনি। সম্প্রতি ‘ডেসপ্যাচ’ ছবির জন্য শুটিং করছিলেন মনোজ। কয়েক দিন আগে ছবির পরিচালক কানু বহেল করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তারপরেও বন্ধ হয়নি শুটিং। এবার মনোজ সংক্রমিত হওয়ায় স্থগিত রাখা হল ছবির শুটিং।

Advertisement

মনোজের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মেনে চলছেন সমস্ত বিধিনিষেধ। সম্প্রতি ‘ডেসপ্যাচ’ ছবির টিজার শেয়ার করেছিলেন তিনি। ছবিটি তদন্তমূলক থ্রিলার বলে জানিয়েছিলেন তিনি। দ্রুতগতিতে এগিয়ে চলছিল ছবির কাজ। তবে এবার করোনার দাপটে বন্ধ রাখা হল শুটিং। কয়েক দিন আগেই আরেক বলিউড তারকা রণবীর কাপুর ও পরিচালক সঞ্জয় ভনশালিও করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় মনোজও।

[আরও পড়ুন: ‘রাজই জিতবে’, তারকা জামাইয়ের জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভশ্রীর মা]

মহারাষ্ট্রে নতুন করে ভ্রূকুটি করোনার। গত কয়েক সপ্তাহ ধরেও লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ। আক্রান্তের নিরিখে দেশের মধ্যে ফের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। একাধিক জেলায় নাইট কারফিউ জারি করা হয়েছে। মুম্বইয়ের পাশাপাশি ভয়াবহ পরিস্থিতি নাগপুরেও। গতকালই নাগপুর সিটি পুলিশ কমিশনারেট জানিয়েছে, ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত নাগপুরের শহরাঞ্চলে পূর্ণাঙ্গ লকডাউন জারি থাকবে। এদিকে আজই রাজ্যের পারভানি জেলাতেও লকডাউন ঘোষণা করা হয়েছে সোমবার সকাল ৬টা পর্যন্ত। সংক্রমণ রক্তচক্ষু দেখাচ্ছে পুণেতেও। ইতিমধ্যেই সেখানকার স্কুল-কলেজগুলি ৩১ মার্চ পর্যন্ত ফের বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে নাইট কারফিউও।

কেবল মহারাষ্ট্রই নয়, গোটা দেশের নিরিখেই সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। বৃহস্পতি ও শুক্রবার পরপর দু’দিন লাফিয়ে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের তরফেও সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, করোনার দাপট এখনও জারি রয়েছে। সাবধান না হলে ফের বিপদ বাড়বে।

[আরও পড়ুন: ‘নানা ঘাটের জল খাওয়া সাপ-খোপ নিয়ে বিজেপি কী করবে?’ মিঠুনকে বিদ্রুপ তসলিমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement