shono
Advertisement

‘কাকাবাবু’থেকে ‘গোলন্দাজ’, বছরের পাঁচ বড় ছবির মুক্তির তারিখ ঘোষণা করল SVF

কবে কোন ছবির মুক্তি? দেখে নিন তালিকা।
Posted: 09:05 PM Mar 23, 2021Updated: 10:45 AM Mar 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেও ছিল এক মার্চ, এও এক মার্চ। ২০২০ সালের মার্চ মাসেই করোনার (Corona Virus) সূত্রপাত হয়েছিল। আজও সেই মারণ ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে প্রতি মুহূর্তের লড়াই চলছে। তবে হার মানতে শেখেনি মানুষ। তাই লড়াই চলছে ও চলবে। বিনোদন জগতের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। শর্ত ও সুরক্ষা মেনেই চলছে সিনেমা হলগুলি। তাতেই একগুচ্ছ ছবি রিলিজ করতে চলেছে প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। মঙ্গলবারই পাঁচটি বড় রিলিজের তারিখ ঘোষণা করা হল। সবার প্রথমে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’ (Tangra Blues)। ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখেই মুক্তি পেতে চলেছে সুপ্রিয় সেন পরিচালিত মিউজিক্যাল ড্রামা। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নবারুণ বোস। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত সামিউল আলমকে।

Advertisement

২১ মে মুক্তি পাবে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ও বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘সাইকো’ (Psycho)। “শেষ শত্রু হিসেবে মৃত্যুকে পরাস্ত করতে হবে”- এমনই কথা লেখা হয়েছিল ছবির ফার্স্টলুক পোস্টারে। ছবিতে অনির্বাণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, দেবেশ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের। ১৩ আগস্ট মুক্তি পাবে বহু প্রতিক্ষিত ‘গোলন্দাজ’ (Golondaaj)। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব (Dev)। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন ইশা সাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, শ্রীকান্ত আচার্য, জন ভট্টাচার্য।

[আরও পড়ুন: OMG! ১ গ্লাস লেমনেডের দাম এত্ত! বিল দেখে মায়ের কথা মনে পড়ল অঙ্কুশের]

পুজোর মরশুমে অর্থাৎ ৮ অক্টোবর বক্স অফিসে ফিরবেন কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার জঙ্গলে অভিযানে কাকাবাবু ও সন্তু। প্রসেনজিৎ ছাড়াও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton) ছবিতে রয়েছেন আরিয়ান ভৌমিক ও অনির্বাণ চক্রবর্তী। বছর শেষে বড়দিনের মজা দ্বিগুণ করতে বক্স অফিসে একসঙ্গে রহস্যের সমাধান করবে ফেলুদা ও প্রফেসর শঙ্কু। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সন্দীপ রায় পরিচালিত ‘শঙ্কু আর ফেলুদা’। সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবর্ষ উপলক্ষ্যেই বিশেষ এই উদ্যোগ। ছবির একটা হাফে ফেলুদা, অন্য হাফে শঙ্কুর কীর্তি দেখা যাবে বলেই জানা গিয়েছে।

 

[আরও পড়ুন: লাজুক নায়িকা থেকে তুখড় নেত্রী, ‘থালাইভি’র ট্রেলারে জয়ললিতা হয়ে নজর কাড়লেন কঙ্গনা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement