shono
Advertisement

ভবানীপুরে রুদ্রনীলের প্রচারের ছবি পোস্ট করে এ কী লিখলেন বিজেপি প্রার্থী রাজীব!

নেটদুনিয়ায় হাসির রোল। স্ক্রিনশট শেয়ার করলেন জয়জিৎ। শ্রীলেখা কী লিখলেন?
Posted: 02:51 PM Apr 13, 2021Updated: 05:03 PM Apr 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্রনীল ঘোষের নাম গুলিয়ে ফেললেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে ভবানীপুরের প্রার্থীর নাম ভুল করে লিখলেন ইন্দ্রনীল ঘোষ। আর এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠল। রাজীব ও রুদ্রনীল গেরুয়া শিবিরের হয়ে এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। একই দলের হলেও রাজীব কী করে এমন ভুল করে ফেললেন, তা নিয়েও চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

ঘটনাটা কী? সোমবার ভবানীপুরের বিজেপি প্রার্থী (BJP Candidate) রুদ্রনীলের হয়ে প্রচারে গিয়েছিলেন রাজীব। সেই প্রচারের ছবি ফেসবুকে পোস্টও করেন তিনি। ক্যাপশনে লেখেন, “আজ উপস্থিত ছিলাম ভবানীপুর বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় ইন্দ্রনীল ঘোষ এর সমর্থনে এক পদযাত্রায়।” কিছুক্ষণ পরেই অবশ্য ভুল বুঝতে পেরে, তা শুধরে নেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। 

 

[আরও পড়ুন: ‘মমতার সঙ্গে অন্যায় হল, এটা ট্রাম্পের ক্ষেত্রেও হয়নি’, একান্ত সাক্ষাৎকারে চিরঞ্জিৎ]

রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টটি এডিট করলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পুরনো পোস্টের স্ক্রিনশট। সেই স্ক্রিনশট শেয়ার করেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Jaijeet Banerjee)। সেই স্ক্রিনশট শেয়ার করে জয়জিৎ লিখেছেন, “ওটা রুদ্রনীল হবে।” জয়জিতের এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) লিখেছেন, “যাহাই ইন্দ্র তাহাই রুদ্র এপিঠ ওপিঠ।” এর জবাবে ইন্দ্রনীল ঘোষ নামে এক অধ্যাপকের প্রোফাইল থেকে লেখা হয়েছে, “আমি ইন্দ্রনীল ঘোষ। বিশ্বাস করুন, আমি গিরগিটি নই। তাই যাহাই ইন্দ্র তাহাই রুদ্র নয়।” তাতে আবার জয়জিৎ দু’টি মন্তব্য করেছেন। একটিতে শ্রীলেখা মিত্রকে ট্যাগ করে লিখেছেন, “ওহ … মানে … না মানে… আচ্ছা ঠিক আছে … তুমি আমার সিনিয়র … তুমি যখন বলছো তখন তাই।” আরেকটিতে ইন্দ্রনীল ঘোষকে ট্যাগ করে লিখেছেন, “আপনি থাকছেন স্যার।”  

জয়জিৎ-শ্রীলেখার মতো তারকাদের পাশাপাশি আরও অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ ছবিটি ফটোশপ করা হয়েছে বলে দাবি করেছিলেন। তার উত্তরও দিয়েছেন নেটদুনিয়ার এক নাগরিক। 

[আরও পড়ুন: কলকাতার বুক থেকে মুছে যাচ্ছে ‘মিত্রা’র চিহ্ন, সিনেমা হল ভেঙে তৈরি হবে শপিং মল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement