Advertisement

সিনেমার পর্দায় বিনয়-বাদল-দীনেশের কাহিনি, প্রকাশ্যে ‘৮/১২’ ছবির টিজার

07:10 PM Apr 15, 2021 |
Advertisement
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ১৯৩০। ৮ ডিসেম্বর। বিনয় তখন মেরেকেটে ২২। দীনেশ ২০। বাদল সবে আঠারো পেরিয়েছেন। ওই বয়সেই হাড়হিম করা কাণ্ড ঘটিয়ে ইতিহাসে নাম তুলেছিলেন তিন বঙ্গসন্তান। লালবাড়ি অর্থাৎ ‘রাইটার্স বিল্ডিং’য়ের অন্দরমহলের সঙ্গে সঙ্গে গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন বিনয়-বাদল-দীনেশ। চার ঘণ্টার গুলির লড়াইয়ে ধরাশায়ী করতে পেরেছিলেন সিম্পসনকে। অতীতের সেই কাহিনি পর্দায় তুলে ধরবেন বলে বহু আগেই ঠিক ‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত পরিচালক মানস মুকুল পাল (Manas Mukul Pal)। পরে শোনা যায় একই বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন আরও দুই পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutt) এবং অনিকেত চট্টোপাধ্যায়। অঞ্জন দত্তের সিনেমার নাম ঠিক হয়েছিল ‘অপারেশন রাইটার্স’। এবার তিন বিপ্লবীর কাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরুণ রায়। প্রকাশ্যে এসেছে ‘কে এস এস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’ প্রযোজিত ‘৮/১২’ ছবির টিজার।

Advertisement

[আরও পড়ুন: নতুন বছরে বড় ঘোষণা প্রসেনজিতের, আবির-মিমিরা দিলেন বিশেষ বার্তা]

এর আগে ‘এগারো’, ‘হীরালাল’-এর মতো ঐতিহাসিক সিনেমা বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়। ‘হীরালাল’-এর জন্য সমালোচকদের প্রশংসাও পেয়েছিলেন। এবার কান সিং সোধার প্রযোজনায় বিনয়, বাদল ও দীনেশের কাহিনি বলবেন। এবারও তাঁর সঙ্গে রয়েছেন কিঞ্জল নন্দ। আগের ছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছবিতে রয়েছেন বিনয় বসুর চরিত্রে। নাট্য জগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়কে দেখা যাবে বাদল গুপ্তর চরিত্রে। দীনেশ গুপ্তর ভূমিকায় রয়েছেন সুমন বসু।

খুব শিগগিরিই ছবির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে প্রযোজক-পরিচালকের।গবেষণা করেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ময়ূখ-মৈনাক জুটি। চিত্র গ্রহণের দায়িত্বে থাকছেন প্রখ্যাত DOP গোপী ভগৎ। সেই সময়ের কথা মাথায় রেখেই পোশাক সজ্জা করবেন শাবর্ণী দাস।  

[আরও পড়ুন: প্রয়োজন বিশ্বের সবচেয়ে দামি ওষুধ, বিরল অসুখে আক্রান্ত শিশুর চিকিৎসায় উদ্যোগ অজয় দেবগণের]

Advertisement
Next