পয়লা বৈশাখে প্রকাশ্যে ‘গোলন্দাজ’ ছবির টিজার, নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় দুর্দান্ত দেব

07:59 PM Apr 15, 2021 |
Advertisement

This browser does not support the video element.

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন। খুব কম সময়ের মধ্যেই বাংলার অদ্বিতীয় সেন্টার ফরওয়ার্ড হিসাবে বিখ্যাত হয়েছিলেন। আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। ইতিহাসের পাতা থেকে এমনই এক নায়ককে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। তাঁর চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সুপারস্টার দেব (Dev)। কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর (Nagendra Prasad Sarbadhikari) জীবন অবলম্বনে তৈরি ‘গোলন্দাজ’ (Golondaaj)। স্বাধীনতা দিবসের ঠিক আগেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবিটি। পয়লা বৈশাখে প্রকাশ্যে এল টিজার।

Advertisement

[আরও পড়ুন: সিনেমার পর্দায় বিনয়-বাদল-দীনেশের কাহিনি, প্রকাশ্যে ‘৮/১২’ ছবির টিজার]

দেবের চেহারার গড়নের সঙ্গে অদ্ভুতরকমের সাদৃশ্য রয়েছে নগেন্দ্রপ্রসাদের। কাস্ট করার সময়েই সেকথা তাঁকে জানিয়েছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তবে কিংবদন্তি ফুটবলারের শরীরী ভাষা আয়ত্ত করার জন্য বেশ খাটতে হয়েছে তারকাকে। তাঁর সেই পরিশ্রমের ফল টিজারে লক্ষ্য করা যাচ্ছে। ছবিতে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। নগেন্দ্র প্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় রয়েছেন ইশা সাহা (Ishaa Saha)। যিনি কিনা শোভাবাজার রাজবাড়ির মেয়ে। ব্যক্তিগতজীবনে কমলিনীই ছিলেন নগেন্দ্র প্রসাদের অন্যতম অনুপ্রেরক।
এছাড়াও জিতেন্দ্রর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)। ছবিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যও (Srikanta Acharya)। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও রয়েছেন জন ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়। বলিউডের আমেরিকান বংশোদ্ভূত অভিনেতা অ্যালেক্স ও’নিল (Alexx O’Nell)। শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত। ছবির কাহিনীকার দুলাল দে, ইন্দ্রাশিস এবং জয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার। ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এসভিএফ (SVF) প্রযোজিত ছবিটি।

Advertising
Advertising

[আরও পড়ুন: নতুন বছরে বড় ঘোষণা প্রসেনজিতের, আবির-মিমিরা দিলেন বিশেষ বার্তা]

This browser does not support the video element.

Advertisement
Next