shono
Advertisement

‘৭৪ জন বিশেষ সন্তানের গর্বিত মা আমি’, মাতৃ দিবসে আবেগঘন ভিডিও পোস্ট ঋতাভরীর

কেন একথা লিখলেন অভিনেত্রী?
Posted: 03:09 PM May 09, 2021Updated: 04:26 PM May 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। পাশাপাশি পালিত হচ্ছে মাতৃ দিবস (Mothers Day 2021)। মা, ছোট্ট এই শব্দের মধ্যেই রয়েছে সন্তানের গোটা বিশ্ব। জন্মের আগে থেকে জীবনের এই সম্পর্ক শুরু হয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থেকে যায়। আদি-অকৃতিম সম্পর্ক বলে যদি কিছু থাকে, তাহলে তা মায়ের সঙ্গে সন্তানের। স্নেহের এই বাঁধনেই জড়িয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাও আবার ৭৪ জন বিশেষভাবে সক্ষম শিশুর সঙ্গে। তাই তাদের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করেই মাতৃ দিবসের শুভেচ্ছা জানালেন নায়িকা।

Advertisement

[আরও পড়ুন: টলিপাড়ায় ফের করোনার ছোবল, এবার কোভিড পজিটিভ তারকা দম্পতি গৌরব-ঋদ্ধিমা]

সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর সঙ্গে ঋতাভরীর সম্পর্ক আজকের নয়, বহুদিনের। মাত্র ১৬ বছর বয়স থেকেই স্কুলের সঙ্গে যুক্ত তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও পোক্ত হয়েছে। ৭৪ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়ার যাবতীয় দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী। পড়ুয়াদের সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী তিনি। কখনও পড়ুয়াদের জন্য লাইব্রেরি তৈরি করে দিয়েছেন, কখনও আবার সান্তা ক্লজের মতো বড়দিনের উপহার নিয়ে হাজির হয়েছেন। কিন্তু অতিমারীর কারণে প্রায় এক বছর ধরে স্কুলে যেতে পারেননি ঋতাভরী। পড়ুয়াদের ভীষণ মিস করছেন। কিন্তু কিছু করার নেই। সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি। তাই সোশ্যাল মিডিয়াতে পুরনো এই ভিডিওটি শেয়ার করে লিখলেন, “৭৪ জন বিশেষ সন্তানের গর্বিত মা আমি। শুভ মাতৃ দিবস।” বিশেষ এই দিনে মা শতরূপা সান্যালকেও (Satarupa Sanyal) মিষ্টি একটি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ঋতাভরী।

[আরও পড়ুন: করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী ঋদ্ধি, অনুপম, পরমব্রতরা, সংগঠন গড়ে নামলেন কাজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement