shono
Advertisement

হিন্দু ধর্মের অসম্মান! আলিয়া ভাটের বিজ্ঞাপন নিয়ে তুমুল সমালোচনা

বিজ্ঞাপনে কন্যাদানের রীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
Posted: 06:51 PM Sep 20, 2021Updated: 06:51 PM Sep 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনের জন্য বিতর্কে জড়ালেন আলিয়া ভাট (Alia Bhatt)। একটি পোশাক প্রস্তুতকারী সংস্থার জন্য বিজ্ঞাপনটি করেছিলেন আলিয়া। যাতে হিন্দু ধর্মের অসম্মান করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হয়েছে বিজ্ঞাপনটি। 

Advertisement

গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি। যেখানে আলিয়াকে কনের সাজে দেখা যাচ্ছে। বিয়ের মণ্ডপে বসে কনের দৃষ্টিভঙ্গী বোঝানোর চেষ্টা করেন অভিনেত্রী। এর মধ্যেই কন্যাদানের প্রসঙ্গটি ওঠে। তখনই প্রশ্ন তোলা হয় কন্যা কীভাবে দানের সামগ্রী হতে পারে? ‘কন্যাদান’ নয় ‘কন্যামান’ হোক। এই বার্তা দিয়েই শেষ হয় বিজ্ঞাপনটি।

[আরও পড়ুন: আদালতে মুখোমুখি কঙ্গনা-জাভেদ, গীতিকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অভিনেত্রীর]

কন্যাদান নিয়ে এই মন্তব্যের জেরেই বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন উঠেছে। নেটদুনিয়ার একাংশের অভিযোগ, আলিয়ার এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে।  কারও দাবি, হিন্দু ধর্মে কন্যাদান মানে কন্যাকে দান নয়, বরং কন্যার জন্য দান। নিন্দুকদের অভিযোগ, যে ঐতিহ্যের দোহাই দিয়ে এই সংস্থা পোশাক বিক্রি করে তারই অপমান কর হয়েছে বিজ্ঞাপনে। হিন্দু রীতি মেনে বিয়েই যদি না হয়, তাহলে সংস্থার পোশাক কারা পরবেন? এমন প্রশ্নও তোলা হয়। 

 

[আরও পড়ুন: ‘সতীন নিয়ে সংসার করতে রাজি’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন যশের নতুন ‘স্ত্রী’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement